কলকাতা, 20 মার্চ:মুক্তি পেল অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন ছবি 'লাভ ম্যারেজ'-এর প্রথম গান 'আছো কেমন' ৷ 'লাভ ম্যারেজ' ছবিটি আদ্যপ্রান্ত এক প্রেমের ছবি ৷ আর সঙ্গে হালকা হাসির চোরাস্রোত তো রয়েছেই ৷ ঘটনার ঘনঘটার শুরু হয়েছে রঞ্জিত মল্লিক এবং অপরাজিতা আঢ্য়কে কেন্দ্র করে ৷ ছবিতে রঞ্জিত মল্লিকের অর্থাৎ পর্দার মহিমবাবুর ছলের চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ ৷ অন্যদিকে ঐন্দ্রিলার মায়ের চরিত্রে দেখা গিয়েছে অপরাজিতা ৷ অঙ্কুশ-ঐন্দ্রিলা তো অনস্ক্রিনে একে অপরকে ভালোবাসে কিন্তু বাধ সাধে রঞ্জিত এবং অপরাজিতার সম্পর্ক (Love marriage First Song Acho Kamon) ৷
রঞ্জিত মল্লিক এবং অপরাজিতা আঢ্য়ের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তা নিয়েই এগিয়ে চলে গল্প ৷ বাবা মায়ের প্রেম কীভাবে সামলাবেন নায়ক নায়িকা ৷ সেকথাই বলবে এই ছবি ৷ সোমবার মুক্তি পেল ছবির প্রথম গান 'আছো কেমন' ৷ এই গানে গলা দিয়েছেন ইমন চক্রবর্তী ৷ সুরের দায়িত্বে রয়েছেন শৌভিক ৷ প্রেমের এই গানে ধরা পড়েছে পুরোনো দিনের ফেলে আসা স্মৃতি ৷ এর আগে পোস্টারেই ইঙ্গিত মিলেছিল গানের সম্পর্কে ৷