কলকাতা, 16 মার্চ:আজ কবীর সুমনের জন্মদিন । বাংলা আধুনিক গানের যাঁর পরিচয় দিতে শুধু নামটুকুই যথেষ্ট । কলকাতায় তাঁর বেড়ে ওঠা নয়। ছোটবেলা কেটেছে অন্য শহরে । অন্য রাজ্যে । কিন্তু তাঁর গানে তিলোত্তমা উঠে আসে এক অন্য স্বাদে । তিনি ঘুরেছেন দেশ বিদেশের নানা প্রান্তে ।নানা সুর, গানের কলি কখনও গুনগুনিয়ে উঠেছে তাঁর কানে. কখনও সরাসরি ছুঁয়ে গিয়েছে তাঁর লেখায় । বব ডিলানকে যেমন তিনি বাঙালির কাছে অন্য়ভাবে হাজির করেছেন, তেমনই তুলে ধরেছেন পিট সিগারকেও। কিন্তু এতকিছুর মধ্যেও তাঁর গান বারবার খুঁজে নিয়েছে কলকাতাকে । শহরের বুকে গানকে তিনি নিজস্ব ঠিকানা দিয়েছেন । কখনও তাঁর গান ব্যস্ত গড়িয়াহাটা মোড়ের কথা বলেছে, কখনও আবার তিনি শ্রোতাকে টেনে নিয়ে গিয়েছেন কলেজস্ট্রিটে । আজও বহু মানুষের কাছে তিনি এমন এক নাগরিক কবিয়াল যিনি শুধু গানের ধর্ম পালন করে চলেছেন । আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা কলকাতা শহরকে নিয়ে তৈরি কবীরের কিছু গান । যা আপনাকে নতুন করে শহরকে ভালোবাসতে শেখাবে । আসুন দেখে নিই কবিয়ালের কলকাতাকে(Songs of Kabir Suman on Kolkata) ৷
তিন শতকের শহর: কলকাতার বয়স তিনশো হওয়ার দিনে প্রবীন শহরকে গানে গানে স্মরণ করেছিলেন সুমন । উঠে এসেছিল কলকাতার প্রাচীন ব্রিটিশ বাবুদের কথা । আবার উঠে এসেছিল আজকের জনস্রোতও । 'মালিক সাহেব গিয়ে গোলাম সাহেব এলো,/ গেলাম গেলাম বলে শহর তিনশ বছর হল' এমন লাইনে তিনি তুলে ধরছিলেন শহরের যন্ত্রণা । আবার একই গানে তাঁর কলমে লিখেছে 'তিনশো বছর হাঁটলে তুমি/ আমার গানের জন্মভূমি/ গান ধরেছি তোমার নামে কলকাতা'।
প্রথম সবকিছু:সুমনের কলকাতা নিয়ে লেখা গানের কথা বলতে গেলে 'প্রথম সবকিছু' গানটিকে বাদ দেওয়া অসম্ভব ৷ কারণ এই গানে কলকাতার মধ্যে অন্য এক কলকাতাকে যেভাবে খুঁজে পাওয়া গিয়েছে তার নিদর্শন বাংলা সাহিত্যেও বড় বেশি নেই ৷ শহর যেমন সুমনের প্রথম নেশার কথা জানে তেমনই জানে প্রথম বিরহ, প্রথম প্রেম, প্রথম আনন্দ সমস্তটাই ৷ এই শহরই তাঁকে দেখিয়েছে মিছিল । শুনিয়েছে মানুষের কলতান ৷