পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Love Life of Kriti Sanon: সুশান্ত থেকে প্রভাস... বারবার চর্চায় উঠে এসেছে কৃতির 'লাভ লাইফ' - Love Life of Kriti Sanon

কখনও তাঁর সঙ্গে নাম জড়িয়েছে সুশান্ত সিং রাজপুতের ৷ কখনও আবার প্রভাসের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে তাঁর নাম ৷ কৃতির প্রেম-জীবন নিয়ে চর্চা হয়েছে বারবার ৷

Love Life of Kriti Sanon
বারবার চর্চায় উঠে এসেছে কৃতির ব্যক্তিগত জীবন

By

Published : Jul 27, 2023, 1:58 PM IST

Updated : Jul 27, 2023, 2:14 PM IST

হায়দরাবাদ, 27 জুলাই: কৃতি স্যানন নামটা বললেই অনুরাগীদের মনে পড়ে যায় 'ভেড়িয়া', 'মিমি', 'হিরোপান্তি', 'বরেলি কি বরফি'-র মতো একাধিক ছবির কথা ৷ 1990 সালের আজকের দিনে নয়া দিল্লিতে অভিনেত্রীর জন্ম ৷ গ্ল্যাম দুনিয়ায় কৃতি পা রাখেন মডেল হিসেবে ৷ তারপর সুকুমার পরিচালিত তেলেগু ছবির হাত ধরে শুরু হয় অভিনয় জীবন ৷ জাতীয় পুরস্কার জয়ী কৃতির অভিনয় যেমন চর্চিত হয়েছে বারবার তেমনই চর্চা চলেছে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ৷ একের পর এক অভিনেতা এবং মডেলের সঙ্গে নাম জড়িয়েছে নায়িকার ৷

গৌরব আরোরা:মডেলিংয়ের দিনগুলিতে নাকি কৃতি-গৌরবের সম্পর্ক বেশ জমে উঠেছিল ৷ সংবাদ মাধ্যমেও এই নিয়ে চর্চা কম হয়নি ৷ যদিও এই সম্পর্ক খুব বেশি দীর্ঘস্থায়ী হয়নি ৷ আর পরে তাঁর সঙ্গে কৃতির নাম জড়ানো নিয়ে মুখও খুলেছিলেন গৌরব ৷ সংবাদ মাধ্যমের উপরেই রাগ উগরে তিনি জানিয়েছিলেন, নাম নিয়ে এভাবে গুজব রটানো তাঁর কাছে বেদনার ৷

সুশান্ত সিং রাজপুত:সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কৃতির সম্পর্ক নিয়েও চর্চা চলেছে দীর্ঘদিন ৷ বিভিন্ন সূত্রে দাবি করা হয়, 'রাবতা' ছবিতে কাজ করার পর থেকেই তাঁদের দু'জনের সম্পর্ক গড়ে ওঠে ৷ এভাবে চলে বেশ কিছুদিন ৷ যদিও দু'জনের কেউই এই নিয়ে মুখ খোলেননি ৷ তবে দূরে সরে গেলেও সুশান্তের জন্য আবেগ রয়ে গিয়েছে কৃতির মনে ৷ সুশান্তের শেষকৃত্যের সময়ও হাজির হয়েছিলেন অভিনেত্রী ৷

প্রভাস:'আদিপুরুষ' ছবির কাজ চলাকালীনই আলোচনা শুরু হয়েছিল প্রভাস-কৃতির প্রেম নিয়ে ৷ বারুদে অগ্নিসংযোগ করেন বরুণ ধাওয়ান ৷ 'ভেড়িয়া' ছবির প্রচারে একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, "একজন যিনি এই মুহূর্তে মুম্বইতে নেই এবং দীপিকার সঙ্গে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন সেই তিনি কৃতির প্রেমিক ৷" প্রভাস তখন 'প্রজেক্ট কে' ছবির শুটিং সারছিলেন দীপিকার সঙ্গে ৷ তাই সোজাসুজি তাঁর কথাই মনে হয় সকলের ৷ যদিও পরে কৃতি জানান, তাঁদের মধ্যে যে সম্পর্ক আছে তাকে কোনওভাবেই প্রেম বলা যায় না ৷

আরও পড়ুন:'একেই বলে শুটিং'! জিতু শ্রাবন্তীর সঙ্গে ইংল্যান্ডে ক্যামেরাবন্দি কমলেশ্বর

কৃতির লাভ লাইফ নিয়ে চর্চা কিন্তু এখানেই শেষ নয় ৷ 'শেহজাদা' ছবি চলাকালীন কার্তিক-কৃতির অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়েও চর্চা কম হয়নি ৷ তবে কৃতির 'স্বপ্নে দেখা রাজকুমার' কোন সাগর বা নদীর পারে থাকেন তা এখনও জানা যায়নি ৷ কৃতিকে আগামীতে পর্দায় দেখা যাবে 'দ্য় ক্রু'-তে ৷ আর অন্যদিকে, টাইগার শ্রফের 'গনপথ' ছবিতেও কাজ করতে চলেছেন তিনি ৷

Last Updated : Jul 27, 2023, 2:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details