হায়দরাবাদ, 27 জুলাই: কৃতি স্যানন নামটা বললেই অনুরাগীদের মনে পড়ে যায় 'ভেড়িয়া', 'মিমি', 'হিরোপান্তি', 'বরেলি কি বরফি'-র মতো একাধিক ছবির কথা ৷ 1990 সালের আজকের দিনে নয়া দিল্লিতে অভিনেত্রীর জন্ম ৷ গ্ল্যাম দুনিয়ায় কৃতি পা রাখেন মডেল হিসেবে ৷ তারপর সুকুমার পরিচালিত তেলেগু ছবির হাত ধরে শুরু হয় অভিনয় জীবন ৷ জাতীয় পুরস্কার জয়ী কৃতির অভিনয় যেমন চর্চিত হয়েছে বারবার তেমনই চর্চা চলেছে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ৷ একের পর এক অভিনেতা এবং মডেলের সঙ্গে নাম জড়িয়েছে নায়িকার ৷
গৌরব আরোরা:মডেলিংয়ের দিনগুলিতে নাকি কৃতি-গৌরবের সম্পর্ক বেশ জমে উঠেছিল ৷ সংবাদ মাধ্যমেও এই নিয়ে চর্চা কম হয়নি ৷ যদিও এই সম্পর্ক খুব বেশি দীর্ঘস্থায়ী হয়নি ৷ আর পরে তাঁর সঙ্গে কৃতির নাম জড়ানো নিয়ে মুখও খুলেছিলেন গৌরব ৷ সংবাদ মাধ্যমের উপরেই রাগ উগরে তিনি জানিয়েছিলেন, নাম নিয়ে এভাবে গুজব রটানো তাঁর কাছে বেদনার ৷
সুশান্ত সিং রাজপুত:সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কৃতির সম্পর্ক নিয়েও চর্চা চলেছে দীর্ঘদিন ৷ বিভিন্ন সূত্রে দাবি করা হয়, 'রাবতা' ছবিতে কাজ করার পর থেকেই তাঁদের দু'জনের সম্পর্ক গড়ে ওঠে ৷ এভাবে চলে বেশ কিছুদিন ৷ যদিও দু'জনের কেউই এই নিয়ে মুখ খোলেননি ৷ তবে দূরে সরে গেলেও সুশান্তের জন্য আবেগ রয়ে গিয়েছে কৃতির মনে ৷ সুশান্তের শেষকৃত্যের সময়ও হাজির হয়েছিলেন অভিনেত্রী ৷