পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

RIP Pradeep Sarkar: একাধিক স্মরণীয় সৃষ্টি, প্রদীপকে মনে রাখবে বলিউড

তাঁর হাত ধরে একাধিক সফল ছবি উপহার পেয়েছে বলিউড ৷ প্রদীপ সরকারের চলে যাওয়ার দিনে আসুন ফিরে দেখি তাঁর কেরিয়ারের কিছু ঝলক (Career of Pradeep Sarkar)৷

RIP Pradeep Sarkar
প্রয়াত প্রদীপ সরকার

By

Published : Mar 24, 2023, 11:13 AM IST

মুুম্বই, 24 মার্চ: প্রয়াত কিংবদন্তি পরিচালক প্রদীপ সরকার ৷ 67 বছর বয়সি নির্মাতা বলিউডকে উপহার দিয়েছিলেন একের পর এক স্মরণীয় কাজ ৷ মুন্না ভাই এমবিবিএস ছবির সহ-সম্পাদক হিসাবে ছবির জগতের সঙ্গে তাঁর পরিচয়ের সূত্রপাত ৷ সালটা ছিল 2003 ৷ যদিও এর আগে বহু মিউজিক ভিডিয়োতে পরিচালক হিসাবে কাজ করেছেন তিনি ৷ এই নির্মাতার জন্ম 1955 সালের 30 এপ্রিল ৷ অর্থাৎ পরের মাসেই ছিল তাঁর 68তম জন্মদিন ৷ কিন্তু তার আগেই অনুরাগীদের কাঁদিয়ে চলে গেলেন প্রদীপ (Career of Pradeep Sarkar )৷

বাঙালির প্রদীপ শিখা নিভে গেল শুক্রবার ভোর রাতে ৷ 2005 সালে প্রদীপ পরিচালনা করেছিলেন তাঁর প্রথম ছবি 'পরিণীতা' ৷ শরৎ চন্দ্রের গল্প অবলম্বনে তৈরি এই ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, সইফ আলি খান, বিদ্যা বালনের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ এই ছবি তাঁকে এনে দেয় 53তম ন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্য়ালে 'বেস্ট ডেবিউ ফিল্ম অফ এ ডিরেক্টর' পুরস্কারও ৷ এছাড়া 2005 সালে 'বেস্ট আর্ট ডিরেকশন' বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারও জিতে নেন সকলের প্রিয় প্রদীপদা ৷

এরপর তাঁর উল্লেখযোগ্য ছবিটি ছিল 'লাগা চুনরি মে দাগ: জার্নি অফ আ ওম্যান' ৷ এই ছবিতে অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্য়ায়, অভিষেক বচ্চন, জয়া বচ্চন, অনুপম খের, কঙ্কনা সেন শর্মার মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ এই ছবিও বেশ প্রশংসা পেয়েছিল সমালোচকদের কাছে ৷ 150 মিলিয়নের বাজেটে তৈরি এই ছবি বক্স অফিসে আয় করেছিল প্রায় 250 মিলিয়ন ৷

প্রদীপ সবচেয়ে বেশি প্রচারে পান তাঁর 'মর্দানি' ছবির জন্য় ৷ এই ছবিতে রানির অভিনয় সকলের মন কেড়ে নেয় ৷ 2014 সালের এই ছবি রানিকে আলাদা করে প্রচারের আলোয় নিয়ে আসে ৷ এরপর কাজল এবং ঋদ্ধি সেনের সঙ্গে প্রদীপ কাজ করেন 'হেলিকাপ্টার ইলা' ছবিতে ৷ পাশাপাশি ওয়েব সিরিজেও একাধিক কাজ করেছেন ৷ 'কোল্ড লসসি অ্যান্ড চিকেন মশালা', 'অ্যারেঞ্জড ম্যারেজ', 'ফরবিডেন লাভ'-এর মতো একাধিক ওয়েব সিরিজেও কাজ করেছিলেন তিনি ৷ এছাড়া বাংলা ছবিতেও কাজ করেছিলেন এই নির্মাতা ৷ এক্সিকিউটিভ প্রোডিউসর হিসাবে তিনি যুক্ত ছিলেন 'যখন রাত্রি নামে' ছবির সঙ্গে ৷ তাঁর প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমেছে বিভিন্ন মহলে ৷

আরও পড়ুন:প্রয়াত পরিণীতা মর্দানির পরিচালক প্রদীপ, শোকজ্ঞাপন হনসলের

ABOUT THE AUTHOR

...view details