পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 15, 2023, 10:40 AM IST

ETV Bharat / entertainment

HBD Jisshu Sengupta: মহাপ্রভু থেকে ব্যোমকেশ, জন্মদিনে ফিরে দেখা যীশুর 'ফিল্মি জার্নি'

অভিনেতা যীশু সেনগুপ্তর আজ 46তম জন্মদিন ৷ যীশুর কেরিয়ার শুরু হয়েছিল মহাপ্রভু চরিত্রে অভিনয় করে আর তারপর ধীরে ধীরে অভিনয়ের প্রতিষ্ঠান হয়ে উঠেছেন এই নায়ক ৷ আজ ফিরে দেখা তাঁর কেরিয়ারের কিছু ঝলক (Career of Jisshu Sengupta)৷

HBD Jisshu Sengupta
ফিরে দেখা যীশু সেনগুপ্তর কেরিয়ারের কিছু ঝলক

কলকাতা, 15 মার্চ: যীশু সেনগুপ্ত বাংলা বিনোদন জগতে আজ এক অতি পরিচিত নাম ৷ শুধু টলিউড নয় বলিউডি ছবিতেও ধীরে ধীরে জায়গা তৈরি করতে শুরু করেছেন তিনি ৷ আগামীতে 'শকুন্তলম' ছবির হাত ধরে তিনি দক্ষিণী ছবির দর্শকদেরও মন জয় করতে চলেছেন ৷ আজ এই বর্ণময় অভিনেতার জন্মদিন ৷ যীশুর কেরিয়ার সত্যিই নানা রঙে রঙিন (Career of Jisshu Sengupta)৷

বাবা উজ্জ্বল সেনগুপ্ত বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ হলেও বিশ্বরূপ বা যীশুর প্রথম প্রেম ছিল ক্রিকেট ৷ তিনি বাংলার হয়ে সাব জুনিয়র স্তরে প্রতিনিধিত্বও করেছেন ৷ এছাড়া বাংলা ব্যান্ডের প্রতিও ছিল তাঁর অগাধ ভালোবাসা ৷ যীশুর মধ্য়ে রয়েছে একজন ভালো যন্ত্র সঙ্গীত শিল্পীও ৷ কিন্তু পাকে চক্রেই ধীরে ধীরে তিনি জড়িয়ে পড়েন লাইট, ক্যামেরা, অ্যাকশন এই তিন শব্দের সঙ্গে ৷

প্রথম যীশুর কাছে সুযোগ আসে যে ধারাবাহিকটির হাত ধরে সে কথা সকলেরই জানা ৷ 'মহাপ্রভু' নামের এই ধারাবাহিকের হাত ধরেই গ্রামের জনতার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেতা ৷ এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বাংলা বিনোদনের প্রধান মুখ ৷ একদিনে হয়নি মোটেই ৷ বারবার ধাক্কা খেতে খেতেই নিজেকে নতুন করে গড়েছেন অভিনেতা ৷ বাংলা টেলিফিল্মও তাঁকে বারবার দিয়েছে নতুন ধরনের চরিত্রের চ্যালেঞ্জ ৷ তথাকথিত কমার্শিয়াল ছবির নায়কদের থেকে তিনি যে একটু আলাদা তা বুঝতে দর্শকের হয়তো সময় লেগেছে তবে হাল ছাড়েননি যীশু ৷

তাঁর হাত ধরেই বাঙালি তাই উপহার পেয়েছে সব চরিত্র কাল্পনিক, দ্য লাস্ট লিয়র, আবহমান, চিত্রাঙ্গদা, আরেকটি প্রেমের গল্প-এর মতো সব দুরন্ত ছবি ৷ আবার অতনু ঘোষের তখন 23 ছবিতেও বাঙালি তাঁকে আবিষ্কার করেছে একেবারে অন্য এক রূপে ৷ যীশুর ফিল্মি কেরিয়ার সত্যিই নানা রঙে রঙিন ৷ একসময় তিনিই অভিনয় করেছেন চোরে চোরে মাসতুতো ভাই, লাভ, রুদ্র দ্য ফায়ার, সজনী, রাজাবাবু-র মতো ছবিতে । আবার কেরিয়ারে মধ্য়গগনে এসে তিনি পর্দায় ফুটিয়ে তুলেছেন উত্তমকুমারের চরিত্র, হয়েছেন ব্যোমকেশ বক্সীও ৷

আরও পড়ুন:আগামী বছর দীপাবলিতে বক্স অফিসে বিগ ব্যাটেল, একসঙ্গে পর্দায় অক্ষয় অজয় সলমন কার্তিক

কোনও একটা সরল রেখায় এই বর্ণময় অভিনেতাকে ধরা যায়না ৷ তাঁর ঝোলায় রয়েছে অফুরন্ত এমন উপাদান যা সিনেপ্রেমীদের মন জয় করতে পারে প্রতিনিয়ত ৷ তাঁর হাত থেকে আরও এ ধরণের বহু কাজ নিশ্চয়ই দেখতে চাইবেন তাঁর ভক্তরা ৷ অভিনেতা আজ পার করে ফললেন তাঁর জীবনের 46তম বসন্তটিও ৷ এই জীবন ধারাবাহিকে তাঁকে শুভেচ্ছা জানিয়ে অনুরাগীরা নিশ্চয় বলবেন 'ভালো থাকবেন যীশু, শুভ জন্মদিন' ৷

ABOUT THE AUTHOR

...view details