হায়দরাবাদ, 24 ডিসেম্বর: বছর শেষের পথে ৷ ভালো-মন্দ মিশিয়ে টলিউডে অনেক ছবি ও ওয়েব সিরিজ দাগ কেটেছে দর্শক মনে ৷ এক নজরে ফিরে দেখা যাক সেরা পাঁচটি ওয়েব সিরিজ ও ফিল্মের তালিকায় জায়গা করে নিয়েছে কারা ৷
শিকারপুর- বড়পর্দায় যখন ভাগ্য ফেরাতে ব্যর্থ হচ্ছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা, তখন তাঁর ঝুলিতে এসে পড়ে নির্ঝর মিত্রের 'শিকারপুর' ৷ ফেলুদা-ব্যোমকেশের ভিড়ে দর্শক পেল এক নতুন গোয়েন্দা কেষ্টকে ৷ নীলাঞ্জন চক্রবর্তী ও সায়ক রায় লেখার বুননে ক্রাইম থ্রিলার এই সিরিজ অঙ্কুশের অভিনয় জীবনের অন্যতম অঙ্গ হয়ে থাকবে ৷ 6 জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হয় এই সিরিজ ৷ অঙ্কুশের পাশাপাশি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের অনবদ্য অভিনয় এই সিরিজকে আরও বিনোদনমূলক করে তুলেছে ৷
ইন্দু 2- সায়ন্তন ঘোষাল পরিচালিত রহস্য গল্প 'ইন্দু' দর্শকদের মন জয় করে নিয়েছে ৷ ইন্দ্রাণীর পান পাতায় বিষ কে মিশিয়েছিল, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন দর্শকরা ৷ 20 জানুয়ারি হইচইতে মুক্তি পায় জনপ্রিয় ওয়েব সিরিজ 'ইন্দু 2' ৷ সাহানা দত্ত নির্মিত ও অভিমুন্য মুখোপাধ্যায় পরিচালিত 'ইন্দু 2' রহস্যের জট অনেকখানি খুলতে সাহায্য করে ৷ রহস্যের সমাধান হবে কি না, তার জন্য অপেক্ষা করতে হবে সিজন-3 পর্যন্ত ৷ ইশা সাহা, সুহোত্র মুখোপাধ্যায়, মিমি দত্ত, পায়েল দে, মানালি দে, যুধজিৎ সরকার অভিনীত এই সিরিজ বছরের শুরুটা ভালোই করে ৷
ইন্দুবালা ভাতের হোটেল- কল্লোল লাহিড়ীর উপন্যাস অবলম্বনে দেবালয় ভট্টাচার্য ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসেন 'ইন্দুবালা ভাতের হোটেল' ৷ যাঁরা এই গল্প পড়েছেন তাঁরা জানেন, কিন্তু যাঁরা পড়েননি তাঁরা এই সিরিজ দেখে অভিভূত হয়ে যান ৷ শুভশ্রী গঙ্গোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায় অভিনীত এই সিরিজ 2023 সালের অন্যতম একটি সিরিজ ৷
ডাকঘর- মিষ্টি প্রেমের গল্প বললে অবশ্যই বলতে হয় অভ্রজিৎ সেন পরিচালিত 'ডাকঘর' সিরিজের কথা ৷ দ্বিতিপ্রিয়া রায়, সুহোত্র মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক অভিনীত ডাকঘর 2023 সালের অন্যতম ওয়েব সিরিজের মধ্যে একটি ৷
আবার প্রলয়- 10 বছর পর পরিচালক রাজ চক্রবর্তী ফিরিয়ে আনেন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার অনিমেষ দত্তকে ৷ 2013 সালে বড় পর্দায় মুক্তি পায় 'প্রলয়' ৷ সমাজকর্মী ও শিক্ষক বরুণ বিশ্বাসের জীবন থেকে অনুপ্রাণিত এই ছবি 2023 সালের অগস্টে ফিরে আসে নতুন চমক নিয়ে ৷ রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রযোজিত 'আবার প্রলয়' ওয়েব সিরিজ সাড়া ফেলে দর্শক মহলে ৷
এছাড়াও সেরা ওয়েব সিরিজের তালিকায় রয়েছে 'পর্ণশবরীর শাপ', 'সম্পূর্ণা: সিজন 2', সৃজিত মুখোপাধ্যায়ের 'দূর্গ রহস্য' ৷ ওটিটি প্ল্যাটফর্মে সেরা 5টি সিরিজের পাশাপাশি নজর দেওয়া যাক, সেটা পাঁচটি ছবির দিকেও ৷ 2023-এর শুরু থেকে এখনও পর্যন্ত যে ছবি বক্সঅফিসে ব্যাপক সাফল্য পেয়েছে ও দর্শকমনে দাগ কেটেছে, এক নজরে দেখে নেওয়া যাক তালিকায় থাকছে কোনগুলি ৷
আবার বিবাহ অভিযান- জানুয়ারি থেকে মার্চের মধ্যে অনেকগুলি বাংলা ছবি মুক্তি পেলেও সিনেপ্রেমীদের চর্চায় আসে সৌমিক হালদার পরিচালিত 'আবার বিবাহ অভিযান' ৷ অঙ্কুশ হাজরা, নুসরত ফারিয়া, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার অভিনীত কমেডি-ড্রামা ছাপ ফেলে বক্সঅফিসেও ৷