পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Farzi Dialogue Controversy: 'ফরজি' দেখতে গিয়ে পাকিস্তানপন্থী সংলাপ দেওয়ার অভিযোগে গ্রেফতার যুবক - অভিযোগ দায়ের করা হল যুবকের বিরুদ্ধে

পাকিস্তানপন্থী স্লোগান দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছিল মাইকো লেআউট থানার পুলিশ ৷ পরে জানা যায় যে স্লোগান ওই যুবক দিয়েছিল বলে অভিযোগ তা আসলে ছিল শাহিদ কাপুরের 'ফরজি' সিরিজের সংলাপ ৷

Farzi Dialogue Controversy
ফরজির সংলাপকে পাকিস্তানপন্থী স্লোগান বলে ভুল করলেন স্থানীয়রা অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে

By

Published : Mar 31, 2023, 12:27 PM IST

বেঙ্গালুরু, 31 মার্চ: পাকিস্তানপন্থী স্লোগান দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয় বাংলার যুবকের বিরুদ্ধে ৷ এই ঘটনাটি ঘটে মাইকো লেআউট থানার অন্তর্গত বি টিএম লে আউট অঞ্চলে ৷ তাঁর বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগ ওঠায় আইনি ঝামেলায় জড়িয়ে পড়েন ওই যুবক ৷ কিন্তু পরে তদন্ত করতে গিয়ে দেখা যায়, পাকিস্তান পন্থী যে স্লোগানগুলি তিনি ব্যবহার করেছিলেন বলে অভিযোগ তা ছিল শাহিদ কাপুর এবং বিজয় সেতুপতি অভিনীত 'ফরজি' সিরিজের কিছু সংলাপ ৷ আর সেই যুবক ওই সংলাপগুলিই পুনরাবৃত্তি করেছেন মাত্র ৷

ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশে খবর দিয়েছিলেন স্থানীয়রাই ৷ তাঁদের দাবি ছিল একজন যুবক চিৎকার করে পাকিস্থানপন্থী স্লোগান দিয়েছেন ৷ এরপর দ্রুত সেখানে পৌঁছায় মাইকো লেআউট থানার একটি টিম এবং ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই এই ঘটনা সামনে আসে ৷ গত 29 মার্চ সকালে বিটিএম লে আউটে এই ঘটনা ঘটে ৷

খবর অনুযায়ী, ওই যুবক নিজের মোবাইলে ওয়েব সিরিজ দেখছিল ৷ তাঁর কানে লাগানো ছিল হেডফোন ৷ সেসময় তাঁর মুখ থেকে শোনা যায় পাকিস্তান শব্দটি ৷ স্থানীয় এই ঘটনার পর পুলিশে খবর দেওয়ার সিদ্ধান্ত নেয় ৷ কারণ তাঁদের ধারণা ছিল ওই যুবক পাকিস্তানের হয়ে স্লোাগান দিচ্ছেন ৷ জানা গিয়েছে এই যুবকটির হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রি রয়েছে ৷ তিনি বর্তমানে ব্যাঙ্গালোরেই চাকরি করেন ৷ পুলিশ এও জানিয়েছে, ওই যুবক পাকিস্তানের হয়ে স্লোগান দিয়েছে বলাটা মোটেই ঠিক নয় ৷ কারণ পুরো বিষয়টি মোটেই তেমন নয় যা মনে করা হয়েছিল ৷

বলি তারকা শাহিদ কাপুর এবং দক্ষিণ ভারতের অভিনেতা বিজয় সেতুপতির নতুন সিরিজ 'ফরজি' দেখতে গিয়ে এই সিরিজের কিছু সংলাপ বলছিল ওই যুবক ৷ আর তাই পুলিশ জানিয়েছে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ জানানো হয়েছে তা একেবারেই ঠিক ৷ তবু বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করতে ওই যুবকের বন্ধুদেরও ডেকে পাঠানো হয় ৷ আর তাঁদেরও জিজ্ঞাসাবাদ করেন অফিসাররা ৷

আরও পড়ুন:বক্স অফিসে রিপোর্টে পাশ না ফেল? দেখুন কেমন হল অজয়ের 'ভোলা'র রেজাল্ট

ABOUT THE AUTHOR

...view details