পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

KK's Daughter Fathers Day Post : 'তোমায় ছাড়া জীবন অন্ধকার লাগে বাবা', ফাদার্স ডে-তে চোখ ভিজল কেকে কন্যার - life is dark without you kks daughter will move you to tears with emotional note

ফাদার্স ডে-তে চোখ ভিজল কেকে কন্যা তামারার (KK daughter will move you to tears with emotional note) ৷ পুরোনো ছবি শেয়ার করে লিখলেন, "তোমায় ছাড়া জীবন অন্ধকার লাগে বাবা ৷"

KK's Daughter Fathers Day Post
"তোমায় ছাড়া জীবন অন্ধকার লাগে বাবা", ফাদার্স ডে-তে চোখ ভিজল কেকে কন্যার

By

Published : Jun 20, 2022, 4:52 PM IST

মুম্বই, 20 জুন :প্রখ্যাত গায়ক কেকে চলে গিয়েছেন মাত্র কয়েকদিন আগেই ৷ কলকাতায় শো করতে এসে আর বাড়ি ফেরা হয়নি এই কিংবদন্তি গায়কের ৷ কেকে কন্যা তামারা এই প্রথমবার ফাদার্স ডে কাটালেন বাবাকে ছাড়াই ৷ রবিবার ফাদার্স ডে-তে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেন গায়ক কন্যা ৷ বেশকিছু পুরোনো ছবি পোস্ট করে আবেগে ভাসেন তামারা ৷ শৈশবের এই সোনালি ছবিগুলিতে দেখা গেল তাঁর মা জ্যোতি এবং ভাই নকুলকেও ৷

ছবির ক্যাপশনে তিনি লেখেন, "বাবা হিসাবে এক সেকেন্ডের জন্য় তোমাকে ফিরে পেতে আমি শতবার তোমাকে হারাতে রাজি ৷ তোমায় ছাড়া জীবন অন্ধকার লাগে বাবা ৷ তুমিই আমার সেই প্রিয় বাবা ৷ অনেকটা অপেক্ষার পর যে বাবা মুচকি হাসি হাসত এবং আমাদের মাঝে শুয়ে আমাদের জড়িয়ে ধরত ৷" তিনি আরও লেখেন, "তোমার সঙ্গে খাবার খাওয়া মিস করছি ৷ তোমার হাসিটা মিস করছি বাবা ৷ তোমার সঙ্গে রান্নাঘরে ঢুকে লুকিয়ে স্ন্যাক্স খাওয়া মিস করছি বাবা (KK daughter will move you to tears with emotional note)৷ "

কেকে কন্যার আবেগী বার্তা, "একে অপরকে প্রশংসায় ভরিয়ে দেওয়ার মুহূর্তগুলো মিস করছি ৷ শোনাতে পারছি না সুরের ছোট্ট ছোট্ট আইডিয়া ৷ তোমার প্রতিক্রিয়াও পাচ্ছি না ৷ সব থেকে বেশি মিস করছি তুমি আর আমার হাত ধরে নেই ৷" নিজের মা এবং ভাইয়ের কথাও তুলে ধরেছেন তামারা ৷ কেকে কন্যার এই ব্যাথাতুর লেখা ফের চোখ ভিজিয়ে দিয়েছে অনুরাগীদের ৷

আরও পড়ুন : গত বছরে ডলের 'ফাদার্স ডে' সেলিব্রেশনের ছবিতে চোখ ভিজল অভিষেক অনুরাগীদের

শেষে তামারা নিজেই সেকথা লিখেছেন যা হয়ত বলতে চেয়েছিলেন অনেক কেকে অনুরাগীই ৷ তামারার কথায়, "তোমার নিঃস্বার্থ ভালবাসা মিস করছি... ৷" তা সে তাঁর গানের প্রতিই আর হোক পরিবারের প্রতি, তাঁর নিঃস্বার্থ প্রেমই তো তাঁকে পৌঁছে কোটি কোটি অনুরাগীর মনে ৷ বাবাকে মনে করে তামারা শেষে লেখেন, "হ্যাপি ফাদার্স ডে বাবা ৷ তুমি এই পৃথিবীর সবচেয়ে ভাল বাবা ৷ চিরকাল ভালবাসব ৷ তোমায় প্রতিটা মুহূর্তে মনে পড়ে বাবা ৷ বিশ্বাস করি তুমি আমাদের সঙ্গেই আছো ৷"

ABOUT THE AUTHOR

...view details