পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Adipurush Controversy: হিন্দু ভাবাবেগে আঘাত ! আদিপুরুষের বিরুদ্ধে মামলা দায়ের করতে চেয়ে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রীকে - Mumbai Police

নতুন করে বির্তকে 'আদিপুরুষ' ৷ এবার হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ এনে ছবির পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকারের বিরুদ্ধে চিঠি লিখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অভিযোগ অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের ৷

Adipurush Controversy
আদিপুরুষ-এর বিরুদ্ধে মামলা

By

Published : Jun 24, 2023, 3:25 PM IST

Updated : Jun 24, 2023, 5:05 PM IST

মুম্বই, 24 জুন: বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না 'আদিপুরুষ'-এর ৷ হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ৷ 'আদিপুরুষ' ছবির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি লেখা হল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ চিঠিতে দাবি করা হয়েছে, আদিপুরুষ ছবির পরিচালক ওম রাউত, প্রযোজক ও চিত্রনাট্যকারের বিরুদ্ধে মুম্বই পুলিশে অভিযোগ জানাবে অ্যাসোসিয়েশন ৷

চিঠিতে আরও অভিযোগ করে বলা হয়েছে যেখানে দেশের বিভিন্ন প্রান্তে অন্যান্য হিন্দু দেবদেবীদের মতোই ভগবান শ্রী রাম, সীতা ও রাম সেবক হনুমানের পুজো করা হয় ৷ কিন্তু ছবিতে তাঁদের চরিত্র ভুলভাবে প্রদর্শিত হয়েছে এবং মহাকাব্য রামায়ণের অপমান করা হয়েছে ৷ চিঠিতে অভিযোগ করে বলা হয়েছে, বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে ব্যবসায়িক লাভের জন্য টিকিটের মূল্য কমিয়ে দিয়েছেন ছবির প্রযোজক ৷ এই ধরনের ঘটনায় সমাজের কাছে ভুল বার্তা গিয়েছে ৷ ছোটবেলা থেকে রামায়ণ মহাকাব্যের প্রতি যে বিশ্বাস ও ভক্তি তৈরি করা হয়, তা নষ্ট করা হচ্ছে ৷

চিঠিতে অভিযোগ করে আরও বলা হয়েছে, প্রযোজনা সংস্থা টি-সিরিজ, চিত্রনাট্যকার মনোজ মুন্তাশির ও পরিচালক ওম রাউত রামায়ণের নকল করার চেষ্টা করেছেন ৷ ছবির সংলাপ, চরিত্রদের পোশাক এবং গল্প বলার ধরনে যে খামতি উঠে এসেছে, তা গ্রহণযোগ্য নয় ৷ হিন্দু হয়ে এই ধরনের কাজ মেনে নেওয়া যায় না ৷ এই ছবি সমগ্র হিন্দুধর্মের ভাবাবেগের উপরে আঘাত করেছে ৷ আঘাত করেছে ভারতীয় সংস্কৃতির সনাতন ধর্মের উপরেও ৷ হিন্দু দেবদেবীর প্রতি মানুষের যে ভক্তি-শ্রদ্ধা, তা এই ছবির মধ্য দিয়ে ভুল বার্তা পাঠাচ্ছে ৷

আদিপুরুষ-এর বিরুদ্ধে মামলা দায়ের

এরপরেই চিঠিতে বলা হয়েছে, আদিপুরুষ ছবি নির্মাতা, অন্যান্য প্রযোজনা সংস্থার পাশাপাশি টি-সিরিজ, প্রযোজক ভূষণ কুমার, পরিচালক ওম রাউত, ও চিত্রনাট্যকার মনোজ মুন্তাশিরের বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুরোধ জানানো হচ্ছে ৷

আরও পড়ুন: বাতিল একের পর এক শো, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল প্রভােসের 'আদিপুরুষ'

অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি সুরেশ শ্যামল গুপ্তা চিঠিটি লিখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ পাশাপাশি চিঠিটি কপি করে পাঠানো হয়েছে মুম্বইয়ের অ্যাডিশনাল কমিশনার বিনায়ক দেশমুখকেও ৷

Last Updated : Jun 24, 2023, 5:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details