হায়দরাবাদ, 23 অক্টোবর: এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত গান অবশেষে মুক্তি পেয়েছে সোশাল মিডিয়ায় ৷ অরিজিৎ সিং-এর কণ্ঠে প্রকাশ্যে এসেছে 'লেকে প্রভু কা নাম' ছবির গান ৷ সলমন খান ও ক্যাটরিনা কাইফের কেমিষ্ট্রিতে মজেছে নেট দুনিয়া ৷
ঘোষণা মতোই পুজোর আবহে মুক্তি পেয়েছে 'টাইগার 3'-ছবির প্রথম গান ৷ সোশাল মিডিয়ায় ভাইজান গানটি শেয়ার করে লিখেছেন, "আশা করছি গানটি ভালো লেগেছে আপনাদের ৷ টাইগার 3 প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 12 নভেম্বর ৷" ক্যাটরিনা কাইফ লিখেছেন, "মিউজিক ভিউজিক শুরু করুন ৷ লেকে প্রভু কা নাম ৷"
ইউটিউবে এই গান মুক্তি পেতেই, তিন ঘণ্টায় ভিউয়ারস সংখ্যা ছাড়িয়েছে তিন মিলিয়নের বেশি ৷ গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য ৷ কোরিয়োগ্রাফি করেছেন ভৈবভি মারচেন্ট ৷ সঙ্গীত পরিচালনায় প্রীতম ৷ গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও নিকিতা গান্ধি ৷ মণীশ শর্মা পরিচালিত এই ছবি ঘিরে প্রথম থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে ৷
আর শ্রোতাদের মধ্যে উত্তেজনা ছড়াবে নাই বা কেন ! দীর্ঘ নয় বছর পর সলমন খানের ছবির গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ৷ অ্যাওয়ার্ড সেরেমনির মঞ্চে যে ঠান্ডা যুদ্ধ ভাইজান ও অরিজিৎ-এর মধ্যে শুরু হয়েছিল, যা অবশেষে গলতে শুরু করে চলতি বছরে ৷ সূত্রের খবর, প্রীতমের হাত ধরেই নাকি, এই ঠান্ডা যুদ্ধের অবসান হয়েছে ৷ এর আগে সলমন খানের 'বজরঙ্গি ভাইজান' এর গান থেকে বাদ পড়েন অরিজিৎ ৷ এমনকী, সুলতান ছবির গান 'জগ ঘুমেয়া' গেয়েছিলেন অরিজিৎ ৷ বাদ পড়ে সেই গানও ৷ পরবর্তীতে সেই গানে কণ্ঠ দেন রহত ফতেহ আলি খান ৷ ফলে সলমন-অরিজিৎ জুটি আবার হবে কি না, তা নিয়েই অনুরাগীদের মধ্যে প্রশ্ন ছিল ৷ অবশেষে সেই জুটির গান পর্দায় আসতেই কাঁপিয়ে দিয়েছে সোশাল মিডিয়া ৷
আরও পড়ুন: সলমনের টিমে 'সোয়্যাগ সে স্বাগত', প্রথমবার ভাইজানের ছবির গানে অরিজিৎ