কলকাতা, 4 মে :মুক্তির বহু আগে থেকেই বিপুল চর্চায় অনীক দত্ত পরিচালিত ছবি'অপরাজিত' ৷ ভারতীয় চলচ্চিত্র জগতের কাল্ট ক্লাসিক ছবি 'পথের পাঁচালি' তৈরির নেপথ্য কাহিনী তুলে ধরবে এই ছবি ৷ যে কারণে সাধারণ দর্শক ছাড়াও সিনে জগতের মানুষদেরও এই ছবি নিয়ে প্রত্যাশা তুঙ্গে ৷ তাতে যে পরিচালক অনীক দত্ত এবং ছবির অভিনেতারা সফল তা একজনের প্রতিক্রিয়াই বুঝিয়ে দিয়েছে ৷ তিনি হলেন শ্যাম বেনেগাল ৷ পদ্মভূষণ সম্মাননা, দাদা সাহেব ফালকে পুরস্কার এবং আঠারোবারের জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক এই ছবি দেখে মুগ্ধ ৷ যিনি আবার সত্যজিৎ রায়ের ভীষণ কাছের বন্ধু ছিলেন (Shyam Benegal's reaction about Aparajito film) ৷
সত্যজিৎ রায়ের 101তম জন্মবার্ষিকী উপলক্ষে 2 মে মুম্বইয়ে ছিল 'অপরাজিত' ছবি-র স্পেশাল স্ক্রিনিং ৷ সেখানে উপস্থিত ছিলেন কিংবদন্তি পরিচালক ৷ ছবি দেখে এবং প্রধান ভূমিকায় অভিনয় করা জিতু কমলের ভূয়সী প্রশংসা করেন তিনি ৷ ফেসবুকে শ্যাম বেনেগলের সঙ্গে তাঁর একটি ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে অনীক দত্ত (Anik Dutta's Facebook post thanking Shyam Benegal) লেখেন, "ছবিটির একটি অংশ দেখার পর মিঃ শ্যাম বেনেগল যা বললেন তা শুনে কৃতজ্ঞ বোধ করছি ৷ সত্যজিৎ রায় গ্যালারির উদ্বোধন না করলে প্রেস তাঁকে যেতে দিত না এবং আমরাও দর্শকদের আর অপেক্ষা করাতে পারিনি । তিনিও এই মুহূর্তে খুব একটা ভাল নেই । তিনি কি বললেন তা এখানে রইল..."