লন্ডন, 30 জুলাই: লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে বিরল একটি লাইভ কনসার্ট করেছিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর ৷ তার পর প্রায় 49 বছর কেটে গিয়েছে ৷ প্রয়াত শিল্পীর সেই কনসার্টের শ্রদ্ধাঞ্জলি হিসেবে তাঁরই কিছু জনপ্রিয় গান আবারও বেজে উঠল আইকনিক সেই হলে ।
বিবিসির বার্ষিক গ্রীষ্মকালীন অর্কেস্ট্রাল মিউজিক যা প্রমস নামে পরিচিত, তারই অংশ হিসেবে তৈরি করা হয়েছিল 'লতা মঙ্গেশকর: বলিউড কিংবদন্তি'৷ সাধারণত প্রমসের মিউজিকে জায়গা পায় পশ্চিমী শাস্ত্রীয় সঙ্গীত ৷ তবে সম্প্রতি ভারতীয় প্রবাসীদের কাছে তাদের আবেদন আরও প্রসারিত করতে সুরসম্রাজ্ঞীর কালজয়ী কিছু গানকে বেছে নেয় তারা ৷
শুক্রবার রাতে প্রমস 18-এ 1974 সালের মার্চ মাসে রয়্যাল অ্যালবার্ট হলে পুরস্কার বিজয়ী প্রয়াত সঙ্গীতশিল্পীর নিজস্ব লাইভ উপস্থাপনা থেকে অনেকগুলি উপস্থাপনা অন্তর্ভুক্ত ছিল ৷ এর মধ্যে ছিল 1949 সালের চলচ্চিত্র 'মহল'-এর 'আয়েগা আনেওয়ালা' ও 'অ্যায় মেরে ওয়াতান কে লোগো'৷ সিটি অফ বার্মিংহাম সিম্ফনি অর্কেস্ট্রা (সিবিএসও) এর সঙ্গীতের মুর্ছনায় উদ্ভাসিত হয় লতা মঙ্গেশকরের গান ।
ভারতীয় গায়িকা পালক মুছল বলেন, "এটি আমার জন্য একটি অত্যন্ত বিশেষ মুহূর্ত, ভারতীয় সঙ্গীতের এমন একজন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানানো, যিনি সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন ৷"
এই অনুষ্ঠানে বেশ কয়েকটি গান গেয়ে দর্শকদের মাতিয়ে দেন পালক ৷ 1978 সালের চলচ্চিত্র সত্যম শিবম সুন্দরমের টাইটেল ট্র্যাক নিয়ে অনুষ্ঠান শুরু করেন পালক মুছল ৷ এরপর বলিউডের বেশ কয়েকটি ক্লাসিক যেমন 'মুঘল-ই-আজম' এবং 'কভি কভি' থেকে শুরু করে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'মহব্বতেঁ' এবং 'কভি খুশি কাভি গম'-এর মতো আধুনিক সময়ের গানগুলি একে একে পরিবেশন করেন তিনি ।
তাঁর সাত দশকের কেরিয়ারে অগণিত চলচ্চিত্রে প্রায় 50,000 গান গেয়েছেন লতা মঙ্গেশকর ৷ একটি একক সন্ধ্যায় তাঁর জনপ্রিয় বেশ কয়েকটি গান তুলে ধরা হয় ৷