পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Lata Mangeshkar: লতা মঙ্গেশকরের কালজয়ী গানে ফের উদ্ভাসিত লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হল - লতা মঙ্গেশকর

Lata Mangeshkar's melodies ring out at London's Royal Albert Hall: বিবিসির বার্ষিক গ্রীষ্মকালীন অর্কেস্ট্রাল মিউজিক শ্রদ্ধা জানাল লতা মঙ্গেশকরকে ৷ প্রায় 49 বছর আগে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে লাইভ কনসার্ট করেছিলেন সুরসম্রাজ্ঞী । আবারও এই হলে শোনা গেল তাঁর কালজয়ী গান ৷

Lata Mangeshkar
Lata Mangeshkar

By

Published : Jul 30, 2023, 10:51 AM IST

লন্ডন, 30 জুলাই: লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে বিরল একটি লাইভ কনসার্ট করেছিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর ৷ তার পর প্রায় 49 বছর কেটে গিয়েছে ৷ প্রয়াত শিল্পীর সেই কনসার্টের শ্রদ্ধাঞ্জলি হিসেবে তাঁরই কিছু জনপ্রিয় গান আবারও বেজে উঠল আইকনিক সেই হলে ।

বিবিসির বার্ষিক গ্রীষ্মকালীন অর্কেস্ট্রাল মিউজিক যা প্রমস নামে পরিচিত, তারই অংশ হিসেবে তৈরি করা হয়েছিল 'লতা মঙ্গেশকর: বলিউড কিংবদন্তি'৷ সাধারণত প্রমসের মিউজিকে জায়গা পায় পশ্চিমী শাস্ত্রীয় সঙ্গীত ৷ তবে সম্প্রতি ভারতীয় প্রবাসীদের কাছে তাদের আবেদন আরও প্রসারিত করতে সুরসম্রাজ্ঞীর কালজয়ী কিছু গানকে বেছে নেয় তারা ৷

শুক্রবার রাতে প্রমস 18-এ 1974 সালের মার্চ মাসে রয়্যাল অ্যালবার্ট হলে পুরস্কার বিজয়ী প্রয়াত সঙ্গীতশিল্পীর নিজস্ব লাইভ উপস্থাপনা থেকে অনেকগুলি উপস্থাপনা অন্তর্ভুক্ত ছিল ৷ এর মধ্যে ছিল 1949 সালের চলচ্চিত্র 'মহল'-এর 'আয়েগা আনেওয়ালা' ও 'অ্যায় মেরে ওয়াতান কে লোগো'৷ সিটি অফ বার্মিংহাম সিম্ফনি অর্কেস্ট্রা (সিবিএসও) এর সঙ্গীতের মুর্ছনায় উদ্ভাসিত হয় লতা মঙ্গেশকরের গান ।

ভারতীয় গায়িকা পালক মুছল বলেন, "এটি আমার জন্য একটি অত্যন্ত বিশেষ মুহূর্ত, ভারতীয় সঙ্গীতের এমন একজন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানানো, যিনি সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন ৷"

এই অনুষ্ঠানে বেশ কয়েকটি গান গেয়ে দর্শকদের মাতিয়ে দেন পালক ৷ 1978 সালের চলচ্চিত্র সত্যম শিবম সুন্দরমের টাইটেল ট্র্যাক নিয়ে অনুষ্ঠান শুরু করেন পালক মুছল ৷ এরপর বলিউডের বেশ কয়েকটি ক্লাসিক যেমন 'মুঘল-ই-আজম' এবং 'কভি কভি' থেকে শুরু করে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'মহব্বতেঁ' এবং 'কভি খুশি কাভি গম'-এর মতো আধুনিক সময়ের গানগুলি একে একে পরিবেশন করেন তিনি ।

তাঁর সাত দশকের কেরিয়ারে অগণিত চলচ্চিত্রে প্রায় 50,000 গান গেয়েছেন লতা মঙ্গেশকর ৷ একটি একক সন্ধ্যায় তাঁর জনপ্রিয় বেশ কয়েকটি গান তুলে ধরা হয় ৷

বিবিসি প্রমস এক বিবৃতিতে উল্লেখ করেছে যে, তাঁর কণ্ঠস্বর যে শুধু সুন্দর ছিল তা নয়, তিনি সেই সুন্দর কণ্ঠস্বরকে 36টি ভিন্ন ভাষায় বিস্তৃত আবেগ জাগিয়ে তুলতে ব্যবহার করেছেন ৷ যা তাঁকে 'দ্য নাইটিংগেল অফ ইন্ডিয়া' উপাধিতে ভূষিত করেছে ।

কনসার্টে ভারতীয় সঙ্গীতের অর্ধশতাব্দীরও বেশি সময়ের বেশ কিছু গান অন্তর্ভুক্ত ছিল । কয়েকটি গানে সঙ্গ দেন বলিউড কোম্পানি লন্ডনের নৃত্যশিল্পীরা ৷ যাঁরা সিনেমাটিক অরিজিনাল দ্বারা অনুপ্রাণিত নাচের দৃশ্য উপস্থাপন করেন । সঙ্গীতশিল্পী টিম পটিয়ের, সৌরভ শিবকুমার, নাথেন দুরাসামি এবং মাইকেল সিলে লাইভ অর্কেস্ট্রায় ছিল বেহালা, সেলো, ক্ল্যারিনেট, তবলা, ঢোলক ও ঢোলের মতো নানা বাদ্যযন্ত্রের ব্যবহার ৷

আরও পড়ুন:লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা, প্রথম মৃত্যু বার্ষিকীতে স্যান্ড আর্ট সুদর্শন পট্টনায়কের

এটি বার্ষিক প্রমস-এ এক দশকেরও বেশি সময় ধরে প্রথম বলিউড উদযাপন হিসাবে চিহ্নিত ৷ আনুষ্ঠানিকভাবে হেনরি উড প্রোমেনাড কনসার্ট হিসেবে এর নামকরণ করা হয় ৷ যা আট সপ্তাহ ধরে বিবিসি লাইভ সম্প্রচারিত করেছে ।

বিবিসি প্রমসের পরিচালক ডেভিড পিকার্ড বলেন, "প্রমস সারা বিশ্বের শিল্পীদের উদযাপন করে । এই বছর আমরা প্রথমবার পর্তুগিজ ফ্যাডো এবং নর্দান সোলকে প্রমসে নিয়ে এসেছি, সেইসঙ্গে বলিউড প্লেব্যাক গায়িকা লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাচ্ছি ৷"

গত বছরের ফেব্রুয়ারি মাসে 92 বছর বয়সে জীবনাবসান হয় লতা মঙ্গেশকরের ৷ মুম্বইতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় ৷

ABOUT THE AUTHOR

...view details