পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Alia on Laal Singh Chaddha: দুরন্ত সিনেমা...আমিরের 'লাল সিং চাড্ডা' দেখার আবেদন আলিয়ার - Alia Bhatt on Aamir New Film Laal Singh Chaddha

অনুরাগীদের আমিরের 'লাল সিং চাড্ডা' দেখার জন্য আবেদন জানালেন অভিনেত্রী আলিয়া ভাট ৷ নিজের ইনস্টাগ্রামে হ্য়ান্ডেলে ছবির একটি পোস্টারও শেয়ার করেছেন অভিনেত্রী ৷ একইসঙ্গে তিনি লেখেন, "খুব দুর্দান্ত ফিল্ম, এটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখুন, মিস করবেন না (Alia Bhatt on Aamir New Film Laal Singh Chaddha )।"

Alia on Laal Singh Chaddha
আমিরের 'লাল সিং চাড্ডা' দেখার জন্য আবেদন আলিয়ার

By

Published : Aug 11, 2022, 12:51 PM IST

হায়দরাবাদ, 11 অগস্ট:মিস্টার পারফেকশনিস্টের নতুন ছবি 'লাল সিং চাড্ডা'মুক্তি পেতে চলেছে 11 অগস্ট ৷ এই ছবির হাত ধরে বেশ কয়েক বছর পর পর্দায় আসছেন আমির খান ৷ ছবিটি 1994 সালে তৈরি হলিউড ফিল্ম 'ফরেস্ট গাম্প'-এর অফিসিয়াল হিন্দি রিমেক। 'লাল সিং চাড্ডা'-য় প্রধান চরিত্রে আমিরের বিপরীতে দেখা যাবে করিনা কাপুর খানকেও ৷ 'থ্রি ইডিয়েটস'-এর পর এই ছবিতে ফের একবার স্ক্রিন শেয়ার করবেন তাঁরা ৷

এই ছবির মুক্তি নিয়ে ঠিক কতখানি টেনশনে রয়েছেন তিনি তা আগেই জানিয়েছিলেন আমির ৷ সম্প্রতি মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা এও জানিয়েছেন যে তিনি গত 48 ঘণ্টা ঘুমোতেই পারেননি এই ছবির কথা ভাবতে ভাবতে ৷ আমির বলেন, "আমি আমার ব্রেন এখন ওভার ড্রাইভে রয়েছে ৷ 11 অগস্টের পরই আমার ঘুম আসবে ৷" কারণ অবশ্য যথেষ্টই রয়েছে এই ছবি নিয়ে বয়কট আন্দোলন চলেছে তো চলেছেই ৷ সোশাল মিডিয়াতেও এখন এটাই ট্রেন্ড ৷

আমিরের 'লাল সিং চাড্ডা' দেখার জন্য আবেদন আলিয়ার

এবার সামনে থেকে তাঁর অনুরাগীদের আমিরের ছবি দেখার জন্য আবেদন জানালেন অভিনেত্রী আলিয়া ভাট(Alia Bhatt on Aamir New Film Laal Singh Chaddha) ৷ নিজের ইনস্টাগ্রামে হ্য়ান্ডেলে ছবির একটি পোস্টারও শেয়ার করেছেন অভিনেত্রী ৷ একইসঙ্গে তিনি লেখেন, "খুব দুর্দান্ত ফিল্ম, এটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখুন, মিস করবেন না।"

খবর অনুযায়ী এই ছবির জন্য যথেষ্ট মোটা অঙ্কের টাকা খরচ করেছেন নির্মাতারা ৷ শুধুমাত্র আমির একাই পারিশ্রমিক নিয়েছেন পঞ্চাশ কোটি টাকা ৷ করিনা কাপুরের পারশ্রমিকও প্রায় 8 কোটি টাকা ৷ এই ছবির হাত ধরে নাগাও পা রাখছেন বলিউডে খবর অনুযায়ী তিনিও প্রায় 6 কোটি টাকা নিয়েছেন ৷ একইসঙ্গে আজই মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন' ছবিটিও ৷ আনন্দ এল রাইয়ের পরিচালিত এই ছবির সঙ্গে বক্স অফিসে কেমন পাল্লা দেয় অদ্বৈত চন্দনের 'লাল সিং চাড্ডা', সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন:ঊর্মি সাত্যকির বিবাহ বার্ষিকীতে হাজির যমুনা সঙ্গীত

ABOUT THE AUTHOR

...view details