মুম্বই, 13 অগস্ট: বক্স অফিসে হোঁচট, দেশে বহুল সমালোচনার মুখোমুখি ৷ তবে আমির খানের 'লাল সিং চাড্ডা'-কে মান্যতা দিল অ্যাকাডেমি ৷ 1994 সালের অস্কারজয়ী ছবি 'ফরেস্ট গাম্প'-এর অফিসিয়াল হিন্দি রূপান্তর হল আমিরের এই নতুন ছবি ৷ এবার 'ফরেস্ট গাম্প'-এর সঙ্গে 'লাল সিং চাড্ডা'-কে মিলিয়ে শনিবার একটি ভিডিয়ো কোলাজ নিজেদের অফিসিয়াল সোশাল মিডিয়া পেজে প্রকাশ করল 'অ্যাকাডেমি অফ মোশন পিকচার' (The Academy supports Laal Singh Chaddha)৷
ভিডিয়োর ক্যাপশনে তাঁরা লেখেন, "রবার্ট জেমেকিস এবং এরিক রথের কাহিনি যা একজন এমন মানুষের গল্প বলে, যাঁর সরলতা সকলের মন জয় করে নেয় ৷ অদ্বৈত চন্দন এবং অতুল কুলকার্নির 'লাল সিং চাড্ডা'-য় রয়েছে সেই গল্পের ভারতীয় অনুরূপ ৷ টম হ্য়াংকসের জায়গায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আমির খান ৷" একদিকে যেমন আমির খান সমর্থকরা এই বিষয়টি নিয়ে গর্বিত ৷ তখন নেটিজেনদের অনেকাংশ কিন্তু বেশ সরব এই ঘটনায় ৷ তাঁদের মতে অনেকটা পি আর (Public Relation Officials)-এর মত কাজ করছে অ্যাকাডেমি ৷