পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Laal Singh Chaddha Box Office Day 1 বক্স অফিসের বিগ ফাইটে অক্ষয়কে পিছনে ফেললেও প্রথম দিন স্বস্তি পেলেন না আমির - Laal Singh Chaddha Box Office Day 1

বক্স অফিসে বৃহস্পতিবার ছিল বিগ ফাইট ৷ কারণ একইসঙ্গে মুক্তি পেয়েছে আমির এবং অক্ষয়ের ছবি ৷ তবে প্রথম দিনের নিরিখে অক্ষয়কে পিছনে ফেললেন আমির (Laal Singh Chaddha opening day business )৷ প্রথম দিনে আমিরের ছবি আয় করল প্রায় এগারো কোটি অন্যদিকে ন কোটির কাছে পৌঁছেই থামলেন অক্ষয় ৷

Laal Singh Chaddha Box Office Day 1
বক্স অফিসের বিগ ফাইটে অক্ষয়কে পিছনে ফেললেও প্রথম দিন স্বস্তি পেলেন না আমির

By

Published : Aug 12, 2022, 6:58 PM IST

মুম্বই, 12 অগস্ট:বক্স অফিসে বৃহস্পতিবার ছিল বিগ ফাইট ৷ কারণ একইসঙ্গে মুক্তি পেয়েছে আমির খানের 'লাল সিং চাড্ডা' এবং অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন' ৷ স্বাভাবিকভাবেই সকলেই এটা দেখার জন্য় মুখিয়েছিলেন প্রথমদিন কোন ছবি বাজি মাত করবে ৷ কারণ অনেক সিনে সমালোচকের আমিরের তুলনায় এগিয়ে ছিল অক্ষয়ের ছবিই (Laal Singh Chaddha opening day business )৷

আনন্দ এল রাই পরিচালিত 'রক্ষা বন্ধন' কেমন আয় করল প্রথম দিনে ? প্রচার বেশ ভাল হলেও প্রথমদিনটা অক্ষয়ের জন্য় খুব ভাল যায়নি ৷ কারণ বক্স অফিসে মাত্র আট থেক সাড়ে আট কোটি টাকাই তুলতে পেরেছে এই ছবি ৷ অন্য়দিকে অদ্বৈত চন্দনের 'লাল সিং চাড্ডা'-ও যে খুব বড় বাজি মেরেছে তা কিন্তু নয় ৷

আমিরের 'ঠাগস অব হিন্দোস্তান' প্রথম দিনে আয় করেছিল 52 কোটি টাকা ৷ সেই সূত্র ধরে দেখতে হলে 'লাল সিং চাড্ডা' ব্যবসা করেছে মাত্র এগারো কোটির(10.75 কোটি ) আশে পাশে ৷ তাই অক্ষয়ের ছবির থেকে এগিয়ে থাকলেও বিগ বাজেট এই ছবি কিছুটা হতাশই করেছে প্রথম দিনে ৷

আরও পড়ুন:কৃষ্ণপ্রেম মিলিয়ে দিল গৌরব ডায়ানাকে

এবার বাজেটের কথা আলোচনা করে দেখতে অক্ষয়ের এই ছবি প্রযোজনা করেছেন জি স্টুডিয়োস এবং পরিচালক আনন্দ এল রাই ৷ ছবির বাজেট ছিল 70 কোটির আশে পাশে ৷ অন্যদিকে আমিরের ছবির বাজেট প্রায় 180 কোটি ৷ সুতরাং সেই নিরিখে দেখতে হলে নম্বর গেমে আরও উন্নতি করতেই হবে 'লাল সিং চাড্ডা'-কে ৷

ABOUT THE AUTHOR

...view details