মুম্বই, 9 অগস্ট:বলি তারকা অর্জুন কাপুর এবং সোনম কাপুর এ বার আসছেন করণের শোয়ে কফি খেতে ৷ 'কফি উইথ করণ'-এর সপ্তম সংস্করণের এই বিশেষ পর্বে বিস্ফোরক কিছু বক্তব্য সামনে আসতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷ ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে শোয়ের প্রোমো ৷ আর এই ছোট্ট ঝলকেই দেখা গিয়েছে বিশেষ পর্বের কথোপকথন কেমন হতে চলেছে (Sonam Kapoor Arjun Kapoor on Koffee with Karan)৷
প্রোমোতে করণ সোনমকে জিজ্ঞাসা করেন, "তোমার কতজন বন্ধুর সঙ্গে ও শুয়েছে?" এর উত্তর দিতে গিয়ে তাঁর নিজের ভাই হর্ষবর্ধন কাপুরকেও বিষয়টির সঙ্গে যুক্ত করে সোনম বলেন, "আমি এটা নিয়ে আলোচনা করতে চাই না, তবে আমার ভাইদের মধ্যে কেউ বাকি নেই ৷" তখন করণ হাসতে হাসতে বলেন, 'তোমার ভাইয়েরা সব কেমনতর হে?'
এ কথার উত্তর সোনম দেওয়ার আগেই অবশ্য় এই নিয়ে মন্তব্য় করেন অর্জুন ৷ তিনি বলেন, "তুমি কেমনতর বোন ? আমাদের সম্পর্কে তুমি ঠিক কী বলছো ? যেন মনে হচ্ছে সোনমকে দিয়ে ট্রল করার জন্যই আমায় শো'তে ডাকা হয়েছে ৷" অন্যদিকে মালাইকা অরোরাকে নিয়েও এ দিন মুখ খুলেছেনম 'ইশাকজাদে' অভিনেতা ৷ অভিনেতা বলেন, "আমার ওর মালাইকা নামটা খুব পছন্দ ৷"