কলকাতা, 17 জানুয়ারি: ফের একবার নবাগতা শিল্পীর সঙ্গে গানে গানে জুটি বাঁধলেন কুমার শানু । বরাবরই নতুনদের সঙ্গে কাজ করতে এবং তাঁদের উৎসাহ দিতে ভালোবাসেন তিনি। রিয়ালিটি শো-এর মঞ্চে সেই প্রমাণ মিলেছে বারবার । বিভিন্ন রিয়েলিটি শোয়ে এসে নবাগত শিল্পীদের যেভাবে উৎসাহ দেন তিনি তা সত্যিই আশা জাগায় বহু তরুণের মনে ৷ সম্প্রতি 'একলা একা মনের সাথে' শীর্ষক গানের রেকর্ডিং-এ কলকাতায় এসেছিলেন কুমার শানু। আর এই গান নিয়ে কথা বলতে গিয়ে তিনি মুখ খুললেন 'বয়কট বলিউড' প্রসঙ্গেও (Kumar Sanu on Boycott Bollywood Trend )৷
বর্তমানে শাহরুখের আগামী ছবি 'পাঠান' নিয়ে চলেছে বিতর্ক ৷ ছবি বয়কটের ডাক দিয়েছে অনেকেই ৷ অনেকে আবার আবার বলছে বয়কট বলিউড ৷ এই নিয়ে এবার মুখ খুললেন কুমার শানু ৷ 'বয়কট বলিউড' নিয়ে প্রশ্ন তুললে তিনি বলেন, "বয়কট বলিউড বলে কোনও কথা হয় না। যারা বলে, তারাই ঘরে গিয়ে হিন্দি গান শোনে আর ছবি তো দেখেই। তাই ওই সব কথার কোনও মানেই নেই। যারা করছে তারা করুক ৷"