মুম্বই, 3 এপ্রিল: বাবার মতোই বিনোদনের দুনিয়াকেই বেছে নিলেন কুমার শানুর কন্য়া শ্য়ানন ৷ গানের সঙ্গে সঙ্গে এবার তিনি পা রাখছেন অভিনয়েও ৷ ইতিমধ্য়েই সামনে এসেছে শ্য়াননের নতুন ছবির কিছু ঝলক ৷ ভিভান প্রোডাকশনসের এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন বিবেক শর্মা ৷ এই ছবিতে শ্য়ানন ছাড়াও রয়েছেন সঞ্জয় মিশ্র, মিতা বশিষ্ট এবং বিক্রম সিংহের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ ফার্স্ট লুক দেখেই বোঝা যায়, এই ছবির গল্প গড়ে উঠতে চলেছে 'রোড ট্রিপ'কে কেন্দ্র করে ৷ ছবির নামেও রয়েছে ঘর ছাড়ার ডাক ৷
শ্য়ানন অভিনীত এই ছবির নাম 'চল জিন্দেগী' ৷ ছবির প্রথম ঝলক হিসাবে যে ভিডিয়োটি শেয়ার করেছেন তিনি তাতে তাঁকে দেখা গিয়েছে বাইক নিয়ে রাস্তায় বেড়িয়ে পড়তে ৷ এই রোড ট্রিপে রয়েছে তার সঙ্গীরাও ৷ 'চল জিন্দেগী' ঠিক কী ধরনের গল্প বলবে তার জানতে আরও কিছুদিন অপেক্ষা ছাড়া গতি নেই ৷ শুধু শ্যানন নয় এই ছবির হাত ধরে বড় পর্দায় অভিষেক হতে চলেছে আরও এক অভিনেতার ৷ ছোট পর্দার জনপ্রিয় মুখ বিবেক দাহিয়ারও বড় পর্দায় অভিষেক হতে চলেছে এই ছবির হাত ধরে ৷