মুম্বই, 30 মার্চ:রাম নবমীতে তাঁর নতুন ছবি 'আদিপুরুষ'-এর পোস্টার শেয়ার করে সকলকে শুভেচ্ছা জানালেন কৃতি স্যানন ৷ এই ছবিতে প্রভাস রাম এবং কৃতি সীতার ভূমিকায় অভিনয় করতে চলেছেন ৷ ইতিমধ্য়ে সামনে এসেছে ছবির টিজার ৷ তা নিয়ে বিতর্কও হয়েছে যথেষ্ট ৷ এবার ছবির নতুন পোস্টার শেয়ার করে কৃতি লিখলেন, 'মন্ত্রের থেকেও বড় তোমার নাম ৷ জয় শ্রী রাম ৷' তাঁর ফ্যানেরাও লাইক কমেন্টে ভরিয়ে দিচ্ছেন এই পোস্টটিকে (Kriti Sanon Shares New Poster of Adipurush )৷
বৃহস্পতিবার এই নতুন পোস্টার শেয়ার করেছেন ছবির অন্য তারকারাও ৷ ছবিতে লক্ষণের ভূমিকায় অভিনয় করছেন সানি সিং ৷ তিনিও এদিন শেয়ার করেছেন এই ছবি ৷ ছবিতে দেখা যায় রাম সীতা এবং লক্ষণ পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন আর পায়ের কাছে বসে রয়েছেন হনুমান ৷ ওম রাউত পরিচালিত এই ছবির টিজার যেমন বিতর্ক তৈরি করেছিল তেমনই এবার এই নতুন পোস্টার নিয়েও নানা মুনির নানা মত ৷
কেউ লিখেছেন, 'দয়া করে এই ধরনের ছবি করে হিন্দু ভাবাবেগে আঘাত করা বন্ধ করুন ' ৷ আবার আর একজন ব্যবহারকারী লিখেছেন, 'সুপার ফ্লপ ৷ হিন্দুদের অপমান করা বন্ধ করুন ' ৷ আগামী 16 জুন মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ প্রথমে অবশ্য় মুক্তির তারিখ ছিল ভিন্ন ৷ কিন্তু টিজার নিয়ে তৈরি হওয়া বিতর্কের পর তা বদল করেন নির্মাতারা ৷ যদিও পরিচালক ওম রাউত জানিয়েছেন, তিনি ছবিটি তৈরি করেছেন বড় পর্দার জন্য় ৷ তাই যখন ছবিটি দর্শকরা বড় পর্দায় দেখবেন এই ছবির ভিএফএক্স নিয়ে যে ট্রলিং হয়েছে তা তাঁরা মনেও রাখবেন না ৷
আরও পড়ুন:নাম না করে প্রিয়াঙ্কাকে 'খোঁড়া', 'মেরুদন্ডহীন' বলতেও ছাড়েননি করণ
ছবিতে প্রভাস-কৃতির সঙ্গেই দেখা যাবে সইফ আলি খানকেও ৷ তিনি ছবিতে অভিনয় করবেন রাবনের ভূমিকায় ৷ এমনকী তাঁর লুক নিয়েও কম কটাক্ষ হয়নি ৷ যদিও আদৌ এই ছবি দর্শকদের মন জয় করতে পারবে কি না তার উত্তর রয়েছে কালের গর্ভেই ৷ কৃতিকে আগামীতে দেখা যাবে 'দ্য ক্রু'-তে ৷ এই ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করবেন করিনা এবং টাব্বুর সঙ্গে ৷