পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kriti Viral Video: বিমানের ইকোনমি ক্লাসে খুদের সহযাত্রীর সঙ্গে খুনসুটি কৃতির, ভিডিয়ো ভাইরাল - বিমানসফরের মাঝেই ছেলেমানুষী খুনসুটি কৃতির

বলিউড ডিভা কৃতি স্যাননকে দেখা গেল ইকোনমি ক্লাসে । শুধু তাই নয়, বিমানে একটি বাচ্চার সঙ্গে খেলাতেও মেতে ওঠেন নায়িকা । ভাইরাল সেই ভিডিয়ো ৷

Kriti Viral Video
ইকোনমি ক্লাসে বাচ্চার সঙ্গে খেলায় মাতলেন কৃতি

By

Published : Apr 22, 2023, 4:45 PM IST

হায়দরাবাদ, 22 এপ্রিল:বলিউড তারকাদের সাধারণত বিমানের ফার্স্টক্লাসেই দেখা যায় ৷ তবে কেউ কেউ ছক ভাঙেন ৷ এবার কৃতি স্যাননকে দেখা গেল আর পাঁচজনের মতোই ইকোনমি ক্লাসে সফর করতে ৷ ইকোনমি ক্লাসে বসে তাঁর ইন্দোর যাত্রার একটি ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ার দৌলতে ৷ পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এই ভিডিয়োটিতে দেখা যায় অভিনেত্রীর পরনে রয়েছে সাদা পোশাক ৷ তার ওপরে তিনি ব্যবহার করেছেন একটি গোলাপি শাল ৷ আর অভিনেত্রীর মুখে ছিল কালো মাস্ক ৷ বিমানেই এক খুদে সহযাত্রীর সঙ্গে এদিন খেলাতেও মেতে ওঠেন তিনি ৷

তাঁর এই ভিডিয়োটি সামনে আসতেই সোশাল মিডিয়ায় কমেন্টের বন্যা বইতে শুরু করেছে ৷ অভিনেত্রীর মধ্য়ে যে একজন খুব সাধারণ নারীও রয়েছে তা দেখে মুগ্ধ সকলেই ৷ তাঁর ব্যবহার দেখে কেউ লেখেন, "উনি সত্যিই একজন খুব মিষ্টি মানুষ", আবার কেউ লেখেন,"আরে কিছুই না শুধু একটা বাচ্চা আরেকটা বাচ্চার সঙ্গে খেলা করছে ৷"

আবার কেউ কেউ তাঁর পিআর টিমকে নিয়েও প্রশ্ন তুলেছেন ৷ কারও কারও প্রশ্ন, "ওনার পিআর টিম কি সবসময় এই ধরনের ভিডিয়ো রেকর্ড করার জন্য় ওনার সঙ্গে এই ধরনের বিমানে সফর করে?" আবার কেউ লিখেছেন, "আচ্ছা উনি তাহলে এখন সর্বদা একজন ক্যামেরা ম্যানকে নিয়ে ঘুরে বেড়ান ৷ আর সবসময় ক্য়ামেরার দিকেই তাকিয়ে থাকেন ৷"

কৃতিকে আগামীতে দেখা যাবে শাহিদ কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে ৷ এই ছবির নাম এখনও সামনে আসেনি ঠিকই ৷ তবে কয়েকদিন আগেই সামনে এসেছে ছবির পোস্টার ৷ সেখানে শাহিদের সঙ্গে একেবারে রোম্যান্টিক মেজাজে ধরা দিয়েছেন তিনি । তবে তিনি এখন সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন তাঁর আগামী ছবি 'আদিপুরুষ'-এর জন্য় । ওম রাউত পরিচালিত এই ছবিতে তাঁকে দেখা যাবে সীতার চরিত্রে । শনিবার সকালেই মুক্তি পেয়েছে ছবির আরও একটি নতুন পোস্টার ।

আরও পড়ুন:যদি সঙ্গে থাকে 'টেনিদা অ্যান্ড কোম্পানি', তাহলে জমে যাবে এই গরমের ছুটি

For All Latest Updates

TAGGED:

Kriti Sanon

ABOUT THE AUTHOR

...view details