হায়দরাবাদ, 22 এপ্রিল:বলিউড তারকাদের সাধারণত বিমানের ফার্স্টক্লাসেই দেখা যায় ৷ তবে কেউ কেউ ছক ভাঙেন ৷ এবার কৃতি স্যাননকে দেখা গেল আর পাঁচজনের মতোই ইকোনমি ক্লাসে সফর করতে ৷ ইকোনমি ক্লাসে বসে তাঁর ইন্দোর যাত্রার একটি ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ার দৌলতে ৷ পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এই ভিডিয়োটিতে দেখা যায় অভিনেত্রীর পরনে রয়েছে সাদা পোশাক ৷ তার ওপরে তিনি ব্যবহার করেছেন একটি গোলাপি শাল ৷ আর অভিনেত্রীর মুখে ছিল কালো মাস্ক ৷ বিমানেই এক খুদে সহযাত্রীর সঙ্গে এদিন খেলাতেও মেতে ওঠেন তিনি ৷
তাঁর এই ভিডিয়োটি সামনে আসতেই সোশাল মিডিয়ায় কমেন্টের বন্যা বইতে শুরু করেছে ৷ অভিনেত্রীর মধ্য়ে যে একজন খুব সাধারণ নারীও রয়েছে তা দেখে মুগ্ধ সকলেই ৷ তাঁর ব্যবহার দেখে কেউ লেখেন, "উনি সত্যিই একজন খুব মিষ্টি মানুষ", আবার কেউ লেখেন,"আরে কিছুই না শুধু একটা বাচ্চা আরেকটা বাচ্চার সঙ্গে খেলা করছে ৷"