হায়দরাবাদ, 19 সেপ্টেম্বর: বলিউডের অ্যাকশন হিরো হিসেবেই মূলত পরিচিতি টাইগার শ্রফের ৷ আগামিদিনে তিনি পর্দায় ফিরতে চলেছেন 'গনপথ' ছবির হাত ধরে ৷ সোমবার সামনে এসেছিল তাঁর এই ছবির প্রথম পোস্টার ৷ এর আগে ঘোষণার সময়ই নির্মাতারা বুঝিয়ে দিয়েছিলেন অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই ছবি ৷ আর সেখানে টাইগারকে দেখা গিয়েছিল মারমুখী মেজাজে ৷ সোমবার তাঁর যে পোস্টারটি সামনে এসেছে সেখানেও ব্যতিক্রম হয়নি ৷ আর এবার সামনে এল ছবির নায়িকা কৃতি স্যাননের লুক ৷
কৃতির যে লুক মঙ্গলবার সামনে এনেছেন নির্মাতারা, তাঁকেও সেখানে দেখা গিয়েছে একেবারে অ্যাকশন মুডে ৷ দেখলে কে বলবে কয়েকদিন আগেই তিনি অভিনয় করেছেন জানকীর চরিত্রে ৷ এদিন তাঁর হাতে দেখা গেল নানচাকু ৷ অভিনেত্রীর পোশাকেও রয়েছে দৃঢ়তার ছাপ ৷ আর চেহারাতেও এই কৃতি একেবারে আলাদা ৷
তাঁর এই নতুন অবতারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে গিয়ে নির্মাতারা লিখেছেন, "সে হিংস্র ৷ সে অদম্য ৷ সে আঘাত করার জন্য় তৈরি ৷ জেসির সঙ্গে পরিচয় করুন ৷" নির্মাতারা বুঝিয়ে দিয়েছেন কঠিন কঠোর এক নারীর সঙ্গে পর্দায় পরিচয় হবে দর্শকের ৷ আগামী 20 অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ অর্থাৎ দুর্গাপুজোর ছুটির কথা মাথায় রেখেই এই ছবি নিয়ে হাজির হতে চলেছেন নির্মাতারা ৷
আরও পড়ুন:ভারতীয় সিনেমার ভগীরথ দাদাসাহেব ফালকের কাহিনি এবার বড় পর্দায়, নেপথ্য রাজামৌলি
ছবিটি পরিচালনা করছেন বিকাশ বাহল ৷ আর ছবির প্রযোজনার দায়িত্ব সামলাবেন বাসু ভগনানি, দীপশিখা দেশমুখ, বিকাশ বহাল এবং জ্যাকি ভগনানি ৷ ছবির কাহিনি কেমন হাতে চলেছে তা অবশ্য় জানা যায়নি ৷ তার জন্য অপেক্ষা করতেই হবে আরও একটা মাস ৷ তবে টাইগার এবং কৃতির লুক দেখে বেশ খুশি অনুরাগীরা ৷ এখন শেষমেষ কতখানি মন জয় করতে পারে এই ছবি, সেটাই এখন দেখার ৷