কলকাতা, 9 জুন:প্রেমিক বনির মায়ের জন্মদিন নিয়ে মেতে উঠলেন নায়িকা কৌশানি মুখোপাধ্যায় ৷ মাত্র দু'বছর আগেই নিজের মাকে হারিয়েছেন অভিনেত্রী ৷ ফুসফুসের সংক্রমণের জেরে 2021 সালে প্রয়াত হন কৌশানির মা সঙ্গীতা মুখোপাধ্যায় ৷ এবার বনির মায়ের জন্মদিন নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত কৌশানি ৷ কাটা হল বিরাট এক কেক ৷ বনির মা পিয়া সেনগুপ্ত নিজেও একজন অভিনেত্রী ৷ বহু ছবিতে দেখা গিয়েছে তাঁকে ৷ এবার তাঁর জন্মদিনের ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করে শুভেচ্ছা জানালেন হবু বৌমা ৷
কৌশানি এদিন ভিডিয়োটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লেখেন, "জন্মদিনের শুভেচ্ছা মা ৷" অন্যদিকে, মায়ের জন্মদিনের কেক কাটার একটি ভিডিয়ো ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন বনিও ৷ রাজ চক্রবর্তীর 2015 সালের ছবি 'পারবো না আমি ছাড়তে তোকে'র হাত ধরে সফর শুরু করেছিলেন কৌশানি ৷ সঙ্গে ছিলেন বনি সেনগুপ্ত ৷ তারপর থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তাঁরা ৷ আজ তাঁরা পরিচিত বনি-কৌশানি নামেই ৷ সম্প্রতি তাঁদের দেখা গিয়েছে 'ডাল বাটি চুরমা(চচ্চড়ি)' ছবিতেও ৷