কলকাতা, 2 ডিসেম্বর: পরিবেশ সচেতনতার বার্তা এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷ পরিবশ সচেতনতা নিয়ে বহু ছবি তৈরি হয়েছে বলিউড, টলিউড এবং হলিউডেও। চলতি বছরের চলচ্চিত্র উৎসবে বেছে নেওয়া হয়েছে পাঁচটি পরিবেশ সচেতনতা মূলক ছবি ৷
ফ্রান্সের পরিচালক লুক জ্যাকুয়েটের 83 মিনিটের ছবি 'আন্টার্কটিকা কলিং' 7 ডিসেম্বর বিকেল 4টেয় দেখানো হবে নিউ এম্পায়ারে। 8 ডিসেম্বর দেখানো হবে দুপুর 1:30 মিনিটে রাধা স্টুডিয়োতে। দক্ষিণ মেরুর একটি বিলুপ্তপ্রায় মহাদেশ আন্টার্কটিকার বাসিন্দা পেঙ্গুইনদের নিয়ে তৈরি এই ছবি।
ভারতীয় পরিচালক সৌনক সেনের 91 মিনিটের হিন্দি ছবি 'অল দ্যাট ব্রেদস' দুপুর 1:30 মিনিটে দেখানো হবে রাধা স্টুডিয়োতে এবং এই ছবি 9 ডিসেম্বর বিকেল 3:30 মিনিটে দেখানো হবে বিজলি সিনেমাতে। নয়া দিল্লির দূষণ কীভাবে সেখানকার জীবকূলের ক্ষতি করে চলেছে, সেই দিক তুলে ধরা হয়েছে এই ছবিতে।
ভারতীয় পরিচালক অনিল থমাসের 127 মিনিটের মালয়ালম ছবি 'ইথুভারে' 11 ডিসেম্বর দেখানো হবে বিকেল 4টেয় রাধা স্টুডিয়োতে। ভারতীয় এবং বাঙালি পরিচালক বিপ্লব দাসের 80 মিনিটের ছবি 'কলমকাঠি' 7 ডিসেম্বর দেখানো হবে বিকেল 3:30 মিনিটে। পশ্চিমবঙ্গের চাষীদের নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি। পাশাপাশি, ভারতীয় পরিচালক রক্ষিত তীর্থহালির 101 মিনিটের কন্নড় ভাষার ছবি 'তিম্মানা মোট্টেগালু' 7 ডিসেম্বর বিকেল সাড়ে 5টায় দেখানো হবে মেনকা সিনেমাতে।