কলকাতা, 26 মে : 'দ্য কাশ্মীর ফাইলস', 'দ্য কেরালা স্টোরি'র পর নয়া বিতর্কের নাম 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ৷ পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টা, এই অভিযোগে কলকাতা পুলিশ নোটিশ জারি করেছে ছবির পরিচালক সনোজ মিশ্রার বিরুদ্ধে ৷ ভারতীয় দণ্ডবিধির 41এ ধারায় পরিচালককে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর ৷ আগামী 30 মে আর্মহার্স্ট স্ট্রিট থানায় পরিচালককে হাজির হতে বলা হয়েছে ৷
শুক্রবার সকালে সংবাদ সংস্থা এএনআই এই তথ্য সামনে এনেছে ৷ 8 এপ্রিল এই ছবির ট্রেলার সামনে আসে ৷ জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগি প্রযোজিত এই ছবি ঘিরে এবার তৎপর লালবাজার ৷ কিছুদিন আগেই দ্য কেরালা স্টোরি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল ৷ 'আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে' ছবিটির প্রদর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ সরকার ৷ পরে নির্মাতারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ৷ সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গেও ছবিটি দেখানোর অনুমতি দেয় ৷ এবার 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ঘিরে নয়া বিতর্ক৷
ট্রেলারটি সোশাল মিডিয়ায় আসতেই প্রায় আড়াই লাখ দর্শক দেখে ফেলেছেন এটি ৷ ট্রেলারে বলা হয়েছে, স্বাধীনতা লাভের আগেও ভারতের গর্ব ছিল কলকাতা তথা বাংলা ৷ সেখানে নানান ঋষি, মণীষি জন্মগ্রহণ করেছেন ৷ স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন ৷ কিন্তু বর্তমানে সেই বাংলা জ্বলছে ৷ ভোটের রাজনীতিতে সংখ্যালঘু সম্প্রদায়কে প্রাধান্য দেওয়া হয়েছে ৷ বাংলা এখন হয়ে উঠেছে 'দ্বিতীয় কাশ্মীর' ৷ বলা ভাল কাশ্মীরের থেকেও খারাপ পরিস্থিতি বাংলার ৷ ট্রেলারে উঠে এসেছে রোহিঙ্গা ইস্যু, এনআরসি-র মতো বিতর্কিত বিষয়ও ৷
আরও পড়ুন: শ্রীকান্ত রায়ের স্মৃতিতে ডুব বুম্বাদার, শেয়ার করলেন লুক টেস্টের স্মৃতি
শুধু তাই নয়, বিতর্কের সূত্রপাত আরও একটি বিষয় নিয়ে ৷ ট্রেলারের শুরুতেই বলা হয়েছে, "এই ছবি বা ট্রেলারে দেখানো সমস্ত বিষয় সত্যঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ৷ কোনও জাতি-ধর্মের ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্যে এই ছবি তৈরি নয় ৷ ছবির তৈরির মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে সচেতন করা ৷ কোনও ব্যক্তি বিশেষের ভাবাবেগেও আঘাত করা উদ্দেশ্য নয় এই ছবির ৷" প্রসঙ্গত, ছবির ট্রেলারে একদিকে যেমন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে অন্যদিকে হিন্দুত্ববাদকেও তুলে ধরা হয়েছে ৷