কলকাতা, 24 নভেম্বর: আগামী 15 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে 28তম 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' (Kolkata International Film Festival)। এবার এই চলচ্চিত্র উৎসব চলবে আগামী 22 ডিসেম্বর পর্যন্ত । উদ্বোধনী অনুষ্ঠানে স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চনও । প্রতিবছরই দেশের বহু বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতারা আসেন এই অনুষ্ঠানে ৷ দেশ-বিদেশের নানান ছবিতে জমে ওঠে উৎসব (Kolkata International Film Festival will start from December 15)৷
এর আগে 27তম 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' হয়েছিল গত এপ্রিল মাসে (KIFF 2022) ৷ উল্লেখ্য, 71টি দেশ থেকে মোট 1698টি ছবি জমা পড়েছিল এই চলচ্চিত্র উৎসবে । তার মধ্যে থেকে বাছাই করে দেখানো হয়েছিল 163টি ছবি । যার মধ্যে ছিল 46টি বিদেশি ছবি, 104টি ফিচার ফিল্ম, 59টি শর্ট এবং ডকুমেন্টারি ফিল্ম । সাতদিন ব্যাপী চলা এই উৎসবে 10টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছিল 41টি দেশের এই সমস্ত ছবিগুলি । শুধু তাই নয়, কিংবদন্তি সত্য়জিৎ রায়ের 'অরণ্যের দিনরাত্রি' ছবি দিয়েই শুরু হয়েছিল উৎসবের যাত্রা ৷ এবার কতকগুলি ছবি দেখানো হবে তা অবশ্য এখনও জানা যায়নি ৷