কলকাতা, 30 নভেম্বর: এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে অনুপস্থিত থাকছেন অমিতাভ বচ্চন-শাহরুখ খান ৷ দীর্ঘ কয়েক বছর ধরে বাংলার জামাই বিগ বি'র বিশেষ বিষয়ে বক্তৃতা আলাদা নজর কেড়ে নিত ৷ মন ভালো হয়ে যেত কিং খানের ভুন ভোলানো হাসি দেখেই ৷ কিন্তু এই বছর সিনে দুনিয়ার দুই মহাতারকাই থাকছেন অনুপস্থিত ৷ তবে মুষড়ে পড়ার কিছু নেই ৷ সিনেপ্রেমীদের সঙ্গে দেখা করতে এবং এবারের চলচ্চিত্র উৎসবের স্পটলাইট কেড়ে নিতে হাজির হচ্ছেন 'টাইগার' সলমন খান ৷ তালিকায় রয়েছেন আরও তারকা ৷
শুরু হতে চলেছে সিনেমার পুজো 29তম 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'। এবারের ট্যাগ লাইন 'বিশ্ব সিনেমার বঙ্গভ্রমণ'। নানা দেশের ছবি নিয়ে টানা 7 দিন শহরের 23টি প্রেক্ষাগৃহে দেখানো হবে 219টি ছবি। আগামী 5 ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এবার হাজির থাকতে পারবেন না অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান, জানান মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ জুন মালিয়া বলেন, "অমিতাভজি অসুস্থ তাই আসতে পারবেন না। আর শাহরুখ খানের মেয়ে সুহানার একটি ছবি রিলিজ করতে চলেছে সম্প্রতি। তাই উনি ব্যস্ত থাকবেন ৷ তাই এবারের চলচ্চিত্র উৎসবে আসতে পারবেন না শাহরুখ খান।"
স্বভাবতই প্রশ্ন উঠেছে এবারে চলচ্চিত্র উৎসবে আসছেন কারা? জানা গিয়েছে, অতিথি তালিকায় রয়েছেন বলিউডের সলমন খান, কমল হাসান, অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, ওয়াহিদা রহমান। এ ছাড়াও অন্যান্য দিনে হাজির থাকবেন অনুরাগ কাশ্যপ, সুধীর মিশ্র, মনোজ বাজপেয়ী, নিখিল আদবানি-সহ আরও অনেকে। অদিতি রাও হায়দারি আসবেন চলচ্চিত্র উৎসবের শেষদিনে। অমিতাভ'জি আসতে না পারলেও আসবেন জয়া বচ্চন, জানিয়েছেন কিফের চেয়ারম্যান রাজ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত থাকবেন বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় ৷
এবারের চলচ্চিত্র উৎসবে দেখানো হবে কিছু ভারতীয় স্পোর্টস ফিল্ম। তালিকায় রয়েছে 'ঘুমর', 'জার্সি', 'সাবাশ মিঠু'-সহ আরও বেশ কয়েকটি ছবি। এ বছর 'ফোকাস কান্ট্রি' স্পেন। 'স্পেশ্যাল ফোকাস কান্ট্রি' অস্ট্রেলিয়া। রাধা স্টুডিওয় 35 মিমি প্রোজেক্টরে দেখানো হবে কয়েকটি ছবি, জানিয়েছেন।অরূপ বিশ্বাস।