পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kojagari Laxmi Puja 2023: অপরাজিতা আঢ্যর কোজাগরী লক্ষ্মীপুজোয় কখন যাবেন, সময় বেঁধে দিলেন অভিনেত্রী - লক্ষ্মীপুজো

কোজাগরী লক্ষ্মীপুজোয় টলিউডের তারকাদের মধ্যে অন্যতম আকর্ষণ থাকে অভিনেত্রী অপরাজিতা আঢ্যর বাড়ির পুজো ঘিরে ৷ তবে এবার সেই পুজোয় যাওয়ার সময় বেঁধে দিলেন সময়সীমা ৷

Etv Bharat
অপরাজিতা আঢ্যর কোজাগরী লক্ষ্মীপুজো

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 10:03 AM IST

Updated : Oct 27, 2023, 10:15 AM IST

হায়দরাবাদ, 27 অক্টোবর: আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোয় মেতে ওঠেন আপামর বঙ্গবাসী ৷ ধনদেবীর আরাধনায় ঘরে ঘরে পূজিতা হন দেবী লক্ষ্মী ৷ তালিকা থেকে বাদ পড়েন না টলিউডের তারকারাও ৷ প্রতিবছর কোজাগরি লক্ষ্মী পুজোয় ব্রতী হন অভিনেত্রী অপরাজিতা আঢ্য ৷ অনেকেই যান সেই পুজোয় অংশগ্রহণ করতে ৷ তবে এবার তার সময়সীমা বেঁধে দিলেন অভিনেত্রী ৷

সোশাল মিডিয়ায় 'প্রাক্তন' অভিনেত্রী জানিয়েছেন, কোজাগরী লক্ষ্মী পুজোয় অংশগ্রহণ করতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আসতে হবে ৷ তারপর তিনি আর সময় দিতে পারবেন না ৷ অভিনেত্রীর এমন লিখিত বক্তব্য পড়ে সকলে প্রথম দিকে একটু অবাকই হয়েছেন ৷ তবে পুরো বার্তাটি পড়তেই সব জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে ৷

তিনি লিখেছেন, "আমার সংবাদমাধ্যমের সমস্ত বন্ধুদের জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা ৷ আগামী 28 অক্টোবর আমার বাড়িতে লক্ষ্মীপুজো ৷ যেহেতু শাশুড়ি মায়ের বয়স হয়েছে এবং খুড়তুতো শ্বশুর অসুস্থ, সেই কারণে আমি সংবাদমাধ্যমের সমস্ত বন্ধুদের অনুরোধ জানাচ্ছি তারা যে কভারেজের জন্য আমাদের বাড়িতে আসেন এই বিশেষ দিনটিতে, তা মা লক্ষ্মীর কৃপা ৷"

আরও পড়ুন: 'বঙ্গবন্ধু'র বায়োপিকে আরিফিন শুভ, প্রিমিয়ার হল তিলোত্তমায়

তিনি আরও লেখেন, "কিন্তু এই বছর সংবাদমাধ্যমের সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি তাঁরা তাঁদের কভারেজ দুপুর 12টা থেকে দুপুর 2টোর মধ্যে সম্পন্ন করবেন ৷ তারপরে আমার পক্ষে তাঁদের ইন্টারভিউ দেওয়া সম্ভব হবে না ৷ কারণ বাড়িতে প্রচুর কাজ থাকে এবং আমাদের অত্যন্ত ব্যক্তিগত কারণে ৷ আশা করি আমার এই অনুরোধটি সবাই রাখবেন এই এই সিদ্ধান্তে কেউ ক্ষুন্ন হবেন না ৷ এই নির্দিষ্ট সময়ে আসার আমন্ত্রণ রইল ৷" বোঝাই যাচ্ছে, কাজের দুনিয়ার ব্যস্ততম অভিনেত্রী সব কিছু সামলে কোজাগরী লক্ষ্মী পুজোর আনন্দ ভাগ করে নিতে এবার কিছুটা নিজেকে গুছিয়ে নিয়েছেন ৷

Last Updated : Oct 27, 2023, 10:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details