হায়দরাবাদ, 6 মে : দু'দিন আগেই নাটকীয়ভাবে শো হোস্ট করণ জোহর ঘোষণা করেছিলেন, তাঁর জনপ্রিয় শো 'কফি উইথ করণ' আর টিভির পর্দায় ফিরছে না ৷ অবশ্য বাক্য় শেষ না করে কিছুটা সাসপেন্সও রেখেছিলেন এই পরিচালক ৷ ঠিক সেই হিসাবমতো বুধবার সন্ধ্যায় বড় সুখবর দেন তিনি ৷ আসলে টিভির পর্দায় করণ তাঁর গেস্টদের ডেকে এনে কফি খাওয়াবেন না ঠিকই কিন্তু তাঁর এই কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না ৷ এবার এই শো আসবে ডিজনি+হটস্টার-এ ৷ ওটটিতে শোয়ের যাত্রাও ধামাকা দিয়েই শুরু হতে চলেছে ৷ এবার আর বলিউড নয়, দক্ষিণী স্টার আল্লু অর্জুন এবং রাশ্মিকা মান্দানাকেই এই শোয়ে প্রথম কফি খেতে আমন্ত্রণ জানিয়েছেন করণ ৷
'পুষ্পা: দ্য় বিগিনিং' ছবির বিপুল সাফল্যের পর আল্লু অর্জুন এবং রাশ্মিকা এখন ঘরে ঘরে পরিচিত মুখ ৷ আগামীতে বলিউডেও অভিষেক হতে চলেছে এই জুটির ৷ এই প্রথম 'কফি উইথ করণ'-এ আসতে চলেছেন এই জুটি ৷ রশ্মিকার হাতে ইতিমধ্যেই রয়েছে বেশ কয়েকটি হিন্দি ছবি ৷ তার মধ্যে একটিতে তাঁকে দেখা যাবে রণবীর কাপুরের বিপরীতেও ৷