কলকাতা, 2 সেপ্টেম্বর: এই পুজোয় মিতিন মাসি আসছে আরও এক রোমাঞ্চকর কাহিনি নিয়ে ৷ এহেন ইঙ্গিত আগেই দিয়েছিলেন পরিচালক অরিন্দম শীল ৷ এবার 'জঙ্গলে মিতিন মাসি' ছবির টিজারেও মিলল সেই আভাস ৷ শনিবার ছবির টিজার নিয়ে হাজির হলেন অরিন্দম-কোয়েলরা ৷ সুচিত্রা ভাট্টাচার্যের 'সারাণ্ডায় শয়তান' উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবির কেন্দ্রে রয়েছে বন্যপশুদের চোরা শিকার ৷ পরিচালকের মতে এই বিষয় নিয়ে সম্ভবত এই প্রথম ছবি তৈরি হচ্ছে বাংলায় ৷
মানতেই হবে ব্যোমকেশ, শবর, ফেলুদাকে নিয়ে ছবি তৈরির পাশাপাশি দর্শকের দরবারে মিতিন মাসিকেও জনপ্রিয় করে তুলেছেন অরিন্দম শীল ৷ এদিন টিজারটি শেয়ার করে পরিচালক লেখেন, "আসছে আবার দুর্গা পুজো/ বাজবে কাঁসর ঘণ্টা ।/ মা আসছে ঘরে ঘরে/ আনন্দ যে আর না ধরে -/
তবে হবে এবার আরও মজা/ মাতব পুজোয় আমরা সবাই/ সপরিবারে দেখতে যাবোই/এবার পুজোয় মিতিন মাসি ৷" বলা যায় খানিকটা ছড়ার আদলেই এই ছবির প্রচার করেছেন পরিচালক ৷