হায়দরাবাদ, 19 জুলাই:অভিনেত্রী কোয়েল মল্লিক আপাতত পরিবারকে নিয়ে খোশমেজাজে ছুটি কাটাতে ব্যস্ত ৷ কোথায় রয়েছেন এই টলিউড সুন্দরী? সোশাল মিডিয়ার সৌজন্যে এতক্ষণ অনুরাগীরা নিশ্চয়ই জেনে গিয়েছেন আপাতত কোয়েলের ডেস্টিনেশন থাইল্যান্ড ৷ মানে 'আবার বিবাহ অভিযান'-এর ভাষায় বলতে গেলে থইল্যান্ড ৷ সঙ্গে কারা? স্বামী নিশপাল সিং আর ছেলে কবীর ৷ অর্থাৎ পরিবার নিয়েই হলিডেতে মত্ত নায়িকা ৷ সম্প্রতি অরিন্দম শীলের সঙ্গে 'জঙ্গলে মিতিন মাসি' ছবির শুটিং শেষ করেছেন নায়িকা ৷ আর এবার কাজ থেকে বিরতি নিয়ে নিখাদ ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী ৷
বুধবার স্বামী আর সন্তানের সঙ্গে সাফারিতে সময় কাটাতে দেখা গিয়েছে কোয়েলকে ৷ ছোট্ট কবীরের সঙ্গে জিরাফদের খাবারও খাওয়াতেও দেখা গিয়েছে পর্দার মিতিন মাসিকে ৷ রঙিন মাছেদের সঙ্গে ছবিও তুললেন হাসি হাসি মুখ করে ৷ বাঘ মামা আর পশুরাজের দর্শনও বাদ পড়ল না মোটেই ৷ সঙ্গে ছিল সিলমাছের বিশেষ কসরতের ঝলক ৷ ছোট্ট এই রিলসটি শেয়ার করে অভিনেত্রী লিখলেন, "চিয়ার্স টু লাইফ ৷" অর্থাৎ জীবনকে উল্লাস করে উদযাপন কর ৷ সারাদিন লাইট, ক্যামেরা, অ্যাকশন-কাট-এর ফাঁদে আটকে জীবন যখন যাঁতাকলে পিশতে থাকে তখন একটা ছুটি ভীষণ দরকারি ৷ যাতে আবার নতুন উদ্যম নিয়ে কাজে ফেরা যায় ৷