কলকাতা, 5 জানুয়ারি:শীত মানেই তো মনটা বেড়াতে যাই বেড়াতে যাই করে ওঠে ৷ নতুন বছর শুরু হয়ে গিয়েছে ৷ বছরের শুরুতে একটু বেড়িয়ে না-নিলে সারা বছর কাজে কি মন বসে? টলিউডের রাজ-শুভশ্রী জুটি বেড়াতে ঠিক কতটা ভালোবাসেন তা বোধহয় আলাদা করে না-বললেও চলে ৷ কয়েকদিন আগেই তাঁদের পাওয়া গিয়েছিল সুইজারল্যান্ডে সাদা বরফের মাঝে ৷ আর এবার ছেলেকে নিয়ে তারকা জুটি বেরিয়ে পড়েছেন জঙ্গলে ৷ সম্প্রতি তাঁর ইনস্টা হ্য়ান্ডেলে বেশকিছু ভিডিয়ো শেয়ার করেছেন শুভশ্রী (Raj-Subhashree Vacation)৷
তারই একটি ভিডিয়োতে দেখা মিলল মা-ছেলের ৷ ভিডিয়োতে শুভশ্রীর কোলে রয়েছে ছোট্ট ইউভান আর মা ছেলে মিলে মজা করে দেখছেন একটি বাচ্চা হাতির দুধ খাওয়া ৷ মাঝে মাঝে ছানা হাতিটির মাথায় হাত বুলিয়ে দিতেও দেখা গেল ইউভানকে ৷ এই সুন্দর ভিডিয়োটি দেখে মন মেতেছে টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিকেরও ৷ তিনি লেখেন,'কি মিষ্টি' (Koel Comments on Raj Subhashree Vacation Video with Yuvaan )৷