পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bollywood Actors Died by Suicide: জিয়া থেকে সুশান্ত, বলিউডে আত্মঘাতী হয়েছেন যে অভিনেতারা - জিয়া খান

জিয়া খান থেকে সুশান্ত সিং রাজপুত - বলিউডে আত্মঘাতী হয়েছেন বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী ৷ তাদের কয়েকজনের ঘটনা ফিরে দেখব ৷

Bollywood Actors Died by Suicide ETV bharat
বলিউডে আত্মঘাতী হয়েছেন যে অভিনেতারা

By

Published : Apr 28, 2023, 5:57 PM IST

মুম্বই, 28 এপ্রিল: অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যা মামলায় বিশেষ সিবিআই আদালত শুক্রবার রায়দান করেছে ৷ এই মামলায় মূল অভিযুক্ত চলচ্চিত্র অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলিকে বেকসুর খালাস করেছে আদালত ৷ সাম্প্রতিক সময়ে বলিউড বা ছোট পর্দার অভিনেতাদের মানসিক চাপে আত্মহত্যা করার বেশকিছু ঘটনা ঘটেছে । সে রকমই কয়েকজনের দিকে নজর রাখব ৷

জিয়া খান 25 বছর বয়সে আত্মহত্যা করেন: 2013 সালের 3 জুন মাত্র 25 বছর বয়সি অভিনেত্রী জিয়া খান মুম্বইতে তাঁর জুহু অ্যাপার্টমেন্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন । এই আত্মহত্যা মামলায় সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছিলেন তাঁর মা । মায়ের দাবিতে জুহু পুলিশ মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেয় ।

পুলিশ জুহুতে জিয়া খানের বাড়ি থেকে একটি ছয় পাতার সুইসাইড নোটও উদ্ধার করেছিল । 2013 সালের 11 জুন জিয়া খানের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মুম্বই পুলিশ আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলিকে গ্রেফতার করে । কিন্তু এক মাস সংশোধনাগারে থাকার পর, 1 জুলাই সুরজ পাঞ্চোলি জামিনে মুক্তি পান ।

বালিকা বধূ খ্যাত প্রত্যুষাও আত্মঘাতী হন: বালিকা বধূ খ্যাত প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ও তাঁর বাসভবনে আত্মঘাতী হন । প্রত্যুষ্যা 2016 সালের 1 এপ্রিল তাঁর বাড়িতে আত্মহত্যা করেন । প্রত্যুষার মৃত্যুর পর তাঁর প্রেমিক রাহুল রাজ সিংকে অভিনেত্রীর বাবা-মা অভিযুক্ত করেছিলেন এবং তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল । অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়কে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রাহুল রাজ সিংয়ের বিরুদ্ধে বাঙ্গারু নগর থানায় একটি মামলা দায়ের করা হয় ।

অভিনেত্রী পার্ল পঞ্জাবিও আত্মঘাতী: উদীয়মান অভিনেত্রী পার্ল পঞ্জাবিও মুম্বইয়ে তাঁর বাড়ি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন । ঘটনাটি ঘটে 2019 সালের 30 অগস্ট ৷ অভিনেত্রী পার্ল পঞ্জাবি লোখান্ডওয়ালার বাড়ির তৃতীয় তলায় উপরের বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন । ওশিওয়ারা পুলিশ আন্ধেরির লোখান্ডওয়ালার কেনউড সোসাইটিতে ঘটে যাওয়া এই ঘটনার তদন্ত করে ।

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা: অভিনেতা সুশান্ত সিং রাজপুত 2020 সালের 14 জুন বান্দ্রায় তাঁর বাসভবনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন । সেই সময় সুশান্তের বয়স ছিল 34 বছর । প্রতিভাধর এই অভিনেতার আত্মহত্যায় বলিউডে শোকের ছায়া নেমে আসে । সুশান্তের আত্মহত্যার পাঁচ দিন আগে সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানও মালাদের একটি বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন ।

তবে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা রাজনৈতিক মোড় নেয় । সুশান্তের আত্মহত্যা মামলায় মাদক যোগ উন্মোচিত হয়েছিল ৷ সুশান্তের আত্মহত্যার মামলার তদন্তে তাঁর চর্চিত প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয় । সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় মাঞ্জারে পুলিশ বলিউডের অভিনেতাদের প্রতিক্রিয়া রেকর্ড করে । বিখ্যাত প্রযোজক পরিচালক সঞ্জয় লীলা বনসালির বয়ানও রেকর্ড করা হয় ।

তুনিশা শর্মা আত্মহত্যা মামলা: তুনিশা শর্মা 2022 সালের 24 ডিসেম্বর ভাসাইয়ের কামানে ধারাবাহিক আলিবাবার সেটে আত্মহত্যা করেন । এই ঘটনায় ওয়ালিভ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিনেতা শিজান খানকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে । 21 বছর বয়সি তুনিশা শর্মার সঙ্গে সম্পর্ক ছিল শিজানের । কিন্তু পরে তাঁদের মধ্যে বিচ্ছেদ ঘটে । তাই সে মানসিক চাপের মধ্যে ছিলেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:জিয়া খান আত্মহত্যা মামলায় বেকসুর খালাস সুরজ পাঞ্চোলি

ABOUT THE AUTHOR

...view details