হায়দরাবাদ, 13 মার্চ: মার্কিন মুলুকে ইতিহাস ভারতীয় সিনেমার ৷ সেরা মৌলিক গানের ক্যাটেগরিতে সোমবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ঝুলিতে ভরেছে 'নাতু নাতু' (Naatu Naatu Song) ৷ প্রথম ভারতীয় চলচ্চিত্রের গান হিসেবে স্বর্ণাক্ষরে খোদাই রইল এমএম কীরাবাণীর 'নাতু নাতু'র নাম ৷ রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরবার কণ্ঠে এই গানে আগেই নেচেছিল আসমুদ্র-হিমাচল ৷ সোমবার ডলবি থিয়েটারে স্ট্যান্ডিং ওভেশন পেল 'নাতু নাতু' ৷ কিন্তু জানেন কী, অস্কারজয়ী এই গান কোথায় শ্যুট করা হয়েছিল (Know where the Naatu Naatu song of RRR was shot) ?
কিভে অবস্থিত ইউক্রেনের রাষ্ট্রপতি ভবন মারিনস্কি প্যালেসে শ্যুট করা হয়েছিল 'আরআরআর' ছবির এই গান ৷ সে দেশের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বর্তমানে ওই ভবনেরই বাসিন্দা ৷ রামচরণ-জুনিয়র এনটিআরের ডান্সিং স্টেপ, কীরাবাণীর মিউজিকের পাশাপাশি 'নাতু নাতু'র সাফল্যে লোকেশনের ভূমিকা সমানভাবে গুরুত্বপূর্ণ ৷ বিভিন্ন সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন ছবির পরিচালক এসএস রাজামৌলি ৷