হায়দরাবাদ, 18 এপ্রিল:কেএল রাহুল-আথিয়া শেট্টি এখন চর্চিত বি-টাউন দম্পতিদের অন্যতম ৷ বেশ কয়েক বছর যাবৎ ডেটিং করার পর অবশেষে সাতপাকে বাঁধা পড়েছেন তাঁরা ৷ বিয়ের পর রাহুলের প্রথম জন্মদিন ছিল মঙ্গলবার ৷ বিয়ের পরেই মূলত আইপিএল এবং অন্যান্য় টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন রাহুল ৷ এবার জন্মদিনটা অবশ্য় স্ত্রী'র সঙ্গেই কাটালেন কেএল ৷ ম্যাচ থেকে ছোট্ট বিরতি নিয়ে আথিয়াকে নিয়ে বার্থ-ডে সেলিব্রেশনে মেতে উঠলেন এই ক্রিকেটার ৷
তাঁদেরই এক ঘনিষ্ট বন্ধুর সূত্রে সামনে এল তাঁদের বেশকিছু ছবি ৷ আথিয়া এবং রাহুলকে খোশ মেজাজেই পাওয়া গিয়েছে তাঁদের এই নতুন ছবিতে ৷ এই তারকা জুটির সঙ্গে দেখা গিয়েছে তাঁদের এক বন্ধুকেও ৷ আরেকটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে আথিয়ার পাশে বসে জন্মদিনের কেক কাটতে ৷ এরই মাঝে সুনীলও তাঁর জামাইয়ের সঙ্গে বেশকিছু অদেখা ছবি শেয়ার করেছেন এই বিশেষ দিনে ৷ একইসঙ্গে জামাই রাহুলকে প্রশংসাতেও ভরিয়ে দিয়েছেন তিনি ৷