পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

KK Last Playback: মুক্তি পেল কেকে'র শেষ প্লে-ব্যাক 'ধুপ পানি বহনে দে', আবেগঘন গুলজার - KKs last playback from Sherdil is out now

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত হিন্দি ছবি 'শেরদিল' মুক্তি পাবে 24 জুন । এই ছবিতেই নিজের শেষ প্লেব্যাক করেছেন কেকে। তাঁর কণ্ঠে 'ধুপ পানি বহনে দে' গানটি ইতিমধ্যেই রিলিজ করেছে (KK Last Movie Song Dhoop Paani Bahne De)। গান নিয়ে আবেগে ভাসলেন পরিচালক থেকে সুরকার সকলেই ৷

KK Last Movie Song
খারাপ লাগছে কেকে'র এটাই শেষ গান, 'ধূপ পানি বহনে দে' মুক্তি পেতেই আবেগি গুলজার

By

Published : Jun 7, 2022, 9:44 AM IST

Updated : Jun 7, 2022, 10:01 AM IST

কলকাতা, 7 জুন :সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত হিন্দি ছবি 'শেরদিল' প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 24 জুন । নেপালের পিলিভিটের একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবির ট্রেলার মুক্তি পেতে না-পেতেই শোরগোল ফেলেছে ৷ আরও একটি কারণে সিনেপ্রেমীদের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে এই ছবি ৷ কারণ এই ছবিতেই জীবনের শেষ প্লে-ব্যাকটি গেয়ে গিয়েছেন সদ্যপ্রয়াত কৃষ্ণকুমার কুন্নাথ । কথামতো কেকে-র কণ্ঠে 'ধুপ পানি বহনে দে' গানটি রিলিজ পেল সোমবার (KK Last Movie Song Dhoop Paani Bahne De)।

কেকে'র মৃত্যু ভুলতে সময় লাগবে কলকাতাবাসীর । কেকে'র সঙ্গে কলকাতার কোথাও একটা যে আত্মিক টান আছে মেনে নিতেই হবে । শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কলকাতায় । আর কাকতালীয়ভাবে তাঁর কণ্ঠে শেষ প্লে-ব্যাকটিও এমন এক ছবির যার পরিচালক একজন বাঙালি ৷ গানটি লিখেছেন গুলজার, সুর দিয়েছেন শান্তনু মৈত্র । কেকে'কে নিয়ে বলতে গিয়ে আবেগ আর নস্ট্যালজিয়া গ্রাস করে কিংবদন্তি গুলজারকে ।

তিনি বলেন, "সৃজিত আমাকে ওঁর ছবিতে কাজ করার সুযোগ দিয়েছে । শুধু তাই নয়, আমাকে কেকে'র সঙ্গে ফের একবার কাজ করার সুযোগ করে দিয়েছে সৃজিত । কেকে'র সঙ্গে আমার প্রথম কাজ 'মাচিস' ছবিতে । "ছোড় আয়ে হাম ও গলিয়া..." গানটি গেয়েছিল কেকে । আর 'শেরদিল' ছবির এই গানটি পরিবেশ সচেতনতার বার্তা দেয় । জঙ্গল, নদী, মাটি, গাছ বাঁচানোর বার্তা দেয় । আমার ভাবতে এবং বলতে খারাপ লাগছে কেকে'র এটাই শেষ গান । আরও ক'টা দিন কেকে থেকে যেতে পারত । যদিও মৃত্যু আমাদের কারোরই হাতে নেই, তবে, 'শেরদিল' ছবির কথা হলেই আমার কেকে'র কথা মনে পড়বে ।"

'ধুপ পানি বহনে দে' মুক্তি পেতেই আবেগঘন গুলজার

শান্তনু মৈত্র জানান, "কেকে এই গানটা একেবারে লাইভ কনসার্টের মতো করে গেয়েছিলেন । এই গানে একটি বিশেষ বার্তা আছে । যেটা যুব সমাজের জানা দরকার । গানটা কেকে নিজের মতো করে প্রাণ ঢেলে গেয়েছিলেন ।" সৃজিত মুখোপাধ্যায় বলেন, "আমরা গুলজারের লেখা পড়ে বড় হয়েছি । কেকে'র গান আমাদের সব অনুভূতির জন্য । এই ছবির দৌলতে দু'জনের কাছাকাছি আসতে পেরেছি । এটা আমার কাছে জোড়া পাওনা ।" রবিবারই তাঁর ছবিতে গাওয়া কেকে-র শেষ গানমুক্তিক কথা জানিয়েছিলেন সৃজিত ।

আরও পড়ুন: দুশো কোটির ক্লাবে কার্তিক-কিয়ারার ভুল ভুলাইয়া 2, পিছিয়ে অক্ষয়ও

উল্লেখ্য, আজ কেকে'র মৃত্যুর এক সপ্তাহ অতিক্রান্ত হল । গত মঙ্গলবার এক কলেজ ফেস্ট-এ গাইতে এসেই কার্ডিয়াক অ্যাটাক-এর কারণে মৃত্যু হয় তাঁর । তাঁকে হারিয়ে এক প্রকার মরমে মরেছে কলকাতাবাসী । তাঁর এই মৃত্যুকে ঘিরে বিতর্কও এখন তুঙ্গে । কথায় আছে শিল্পীর মৃত্যু হয়, শিল্পের মৃত্যু হয় না । কেকে নেই । বেঁচে থাকবে তাঁর অগণিত গান ।

Last Updated : Jun 7, 2022, 10:01 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details