পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Salman Khan New Song: ভাইজানের গলায় খুদেদের ছড়া, সলমনের ছবির নতুন গানে মজল নেটপাড়া - ভাইজানের গলায় খুদেদের ছড়া

সলমন খানের 'হ্যাংওভার' হোক বা 'ম্যায় হু হিরো তেরা' গানের কথা মনে আছে? রোম্যান্টিক সেই গানের জাদুতে মোহিত হয়েছিলেন অনেকেই৷ বলা ভাল ফিমেল ফ্যান ফলোয়ার আরও বেশি বেড়ে গিয়েছিল সলমনের ৷ এবার ভাইজানের গলায় বাচ্চাদের গান ৷ 'টুইঙ্কল-টুইঙ্কল' গেয়ে শোনালেন কিসি কা ভাই কিসি কা জান ৷

Etv Bharat
ভাইজানের গলায় খুদেদের ছড়া

By

Published : Apr 18, 2023, 8:34 PM IST

হায়দরাবাদ, 18 এপ্রিল: 'টুইঙ্কল-টুইঙ্কল' হোক বা 'জনি জনি', এমন কেউ নেই যাঁর ছোটবেলা কাটেনি এইসব ছড়া শুনে ৷ বাচ্চাকে খাওয়ানো থেকে ঘুম পাড়ানোর সময় ব্যবহৃত কিংবা বাচ্চার আধো-আধো গলায় ফুটে ওঠা সেইসব রাইমস কখনও পুরনো হওয়ার নয় ৷ সেই পদ্য বা ছড়া এবার বুড়ো বয়সে এসে থুড়ি 57 বছ বয়সে এসে মুখস্থ করছেন সলমন খান ৷ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ৷ তবে শুধু মুখস্থ করেননি, নেচে-কুঁদে অভিনয় করেও দেখিয়েছেন বলিউডের ভাইজান ৷

আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে ফারহাদ সামজি পরিচালিত 'কিসি কা ভাই কিসি কা জান' ৷ ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়ে গিয়েছে টিকিট বুকিংও ৷ তারমধ্যেই মঙ্গলবার সোশাল মিডিয়ায় একটি টুইট করলেন অভিনেতা সলমন ৷ তিনি জানান, বাচ্চাদের জন্য নতুন কিছু আসতে চলেছে ৷ বলা ভাল, বাচ্চাদের জন্য আসতে চলেছে তাদের পরিচিত সব ছড়া ৷ বিষয়টার মধ্যে ধাঁ ধাঁ থাকলেও কিছুক্ষণের মধ্যেই তা স্পষ্ট হয়ে যায় ৷

আরও পড়ুন:ইস্টবেঙ্গলে সলমন খান শো, 999 থেকে শুরু টিকিটের মূল্য

হ্যাঁ, ঠিকই ধরেছেন, 'কিসি কা ভাই কিসি কা জান'-এ দেখা যাবে ছটু-মটু গান ৷ কার গলায় জানেন? স্বয়ং ভাইজান গেয়েছেন গানটি ৷ গানটির মজা হচ্ছে, ছোট থেকে যে রাইমস বা পদ্যগুলি আমরা শুনে এসেছি, সেই সব রাইমসের কিয়দংশ তুলে ধরা হয়েছে গানের আকারে ৷ সলমন খানের সঙ্গে গলা মিলিয়েছেন দেবী শ্রী প্রসাদ ৷ গানে ব়্যাপ করেছেন হানি সিং ও নেহা ভাসিন ৷

গানটি মুক্তি পেতেই তরতরিয়ে বাড়ছে ভিউয়ারের সংখ্যা ৷ আধঘন্টাতেই গানের ভিউয়ার পৌঁছিয়ে যায় একলাখের ওপরে ৷ তাই ঘরে খুদে থাকলে আর দেরি না করাই ভালো ৷ বাচ্চাকে নিয়ে বসে পড়ুন ইউ টিউব খুলে, আর বলতেই পারেন 'লেটস ডান্স ছটু মটু' ৷ প্রসঙ্গত, 'কিসি কা ভাই কিসি কা জান' ছবিতে সলমন খানের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, ভেঙ্কটেশ ৷

ABOUT THE AUTHOR

...view details