হায়দরাবাদ, 18 এপ্রিল: 'টুইঙ্কল-টুইঙ্কল' হোক বা 'জনি জনি', এমন কেউ নেই যাঁর ছোটবেলা কাটেনি এইসব ছড়া শুনে ৷ বাচ্চাকে খাওয়ানো থেকে ঘুম পাড়ানোর সময় ব্যবহৃত কিংবা বাচ্চার আধো-আধো গলায় ফুটে ওঠা সেইসব রাইমস কখনও পুরনো হওয়ার নয় ৷ সেই পদ্য বা ছড়া এবার বুড়ো বয়সে এসে থুড়ি 57 বছ বয়সে এসে মুখস্থ করছেন সলমন খান ৷ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ৷ তবে শুধু মুখস্থ করেননি, নেচে-কুঁদে অভিনয় করেও দেখিয়েছেন বলিউডের ভাইজান ৷
আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে ফারহাদ সামজি পরিচালিত 'কিসি কা ভাই কিসি কা জান' ৷ ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়ে গিয়েছে টিকিট বুকিংও ৷ তারমধ্যেই মঙ্গলবার সোশাল মিডিয়ায় একটি টুইট করলেন অভিনেতা সলমন ৷ তিনি জানান, বাচ্চাদের জন্য নতুন কিছু আসতে চলেছে ৷ বলা ভাল, বাচ্চাদের জন্য আসতে চলেছে তাদের পরিচিত সব ছড়া ৷ বিষয়টার মধ্যে ধাঁ ধাঁ থাকলেও কিছুক্ষণের মধ্যেই তা স্পষ্ট হয়ে যায় ৷