মুম্বই, 2 জুন: ম্যাসিভ হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে প্রখ্যাত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের (KK Last Rites)৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট তাই বলছে ৷ চিকিৎসকদের দাবি, কেকে'র মৃত্যুতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি ৷ এ দিকে, আজই মুম্বইয়ের ভারসোভায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত সঙ্গীতশিল্পীর ৷ তাঁকে শেষশ্রদ্ধা জানানোর জন্য সকাল 10টা থেকে শায়িত থাকবে দেহ (KK cremation)৷
বুধবার কলকাতায় গানস্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানোর পর রাতে মুম্বই পৌঁছয় কেকে'র নশ্বর দেহ ৷ বিকেলেই কলকাতা থেকে মুম্বই রওনা দিয়েছিল শিল্পীর পরিবার ৷ তারা রাত সওয়া আটটা নাগাদ পৌঁছে যায় মুম্বইয়ে ৷ ভারসোভা এলাকার পার্ক প্লাজা কমপ্লেক্সে থাকতেন কেকে ৷ সেখানকারই হলে আজ সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত তাঁর দেহ শায়িত থাকবে ৷ শিল্পীকে সেখানে শেষশ্রদ্ধা জানাতে পারবেন পরিজন, বন্ধুবান্ধব ও ভক্তরা ৷ এরপর বেলা 12টা নাগাদ শিল্পীর অন্তিম যাত্রায় হাজির থাকবেন তাঁর পরিবার ও ফিল্ম জগতের অনেকে ৷ ভারসোভা শ্মশানে কেকে'র অন্ত্যেষ্টি পর্বের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ৷
আরও পড়ুন:Threat Call To Rupankar: কেকে'র মৃত্যুর পর থেকেই হুমকি ফোন, পুলিশের দ্বারস্থ রূপঙ্কর