পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kisi Ka Bhai Kisi Ki Jaan Teaser: মুক্তি পেল 'কিসি কা ভাই কিসি কা জান' ছবির টিজার, উচ্ছ্বসিত ভাইজান ফ্যানেরা - salman khan upcoming film teaser

অবশেষে সামনে এল সলমনের নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কা জান'-এর টিজার ৷ আগামী ঈদে মুক্তি পাবে এই ছবি (Salman Khan Kisi Ka Bhai Kisi Ki Jaan teaser ) ৷

Kisi Ka Bhai Kisi Ki Jaan Teaser
মুক্তি পেল কিসি কা ভাই কিসি কা জান ছবির টিজার

By

Published : Jan 25, 2023, 6:11 PM IST

হায়দরাবাদ, 25 জানুয়ারি: 'কিসি কা ভাই কিসি কা জান', সলমনের এই নতুন ছবির জন্য় এতদিন অপেক্ষা করে ছিলেন তাঁর অগনিত ফ্যানেরা ৷ অবশেষে এসআরকের 'পাঠান' মুক্তির দিনেই দু'বার অনুরাগীদের জন্য় সামনে এলেন তিনি ৷ দু'বার কীভাবে? আসলে শাহরুখের ছবিতে এবার ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ৷ আর অন্যদিকে বুধবার ফ্যানেদের জন্য় তিনি সামনে আনলেন তাঁর বহু প্রতীক্ষিত 'কিসি কা ভাই কিসি কা জান' ছবির টিজার ৷ টিজারের শুরুই হয়েছে সল্লু ভাইয়ের বাইক চালানো দিয়ে ৷ আর তারপরেই রয়েছে মেট্রোর মধ্য়ে অ্যাকশন সিকোয়েন্স (Salman Khan Kisi Ka Bhai Kisi Ki Jaan teaser ) ৷

চোখা চোখা ডায়লগ, চোখ ধাঁধানো স্টান্ট আর রোম্যান্স মেশানো এক পটবয়লার হতে চলেছে এই ছবি ৷ এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ সলমনের সংলাপের নমুনাও মিলেছে এক মিনিট চল্লিশ সেকেন্ডের এই টিজারে ৷ তাঁদের প্রিয় ভাইজানের নতুন ছবির ঝলক দেখে খুশি ফ্যানেরাও ৷ কেউ বলছেন, "আমি এরকমটা একেবারেই ভাবিনি ৷ সত্যি বলছি ৷ কিন্তু এটা সকলের দেখার মতো টিজার ৷ শেহনাজ গিল এবং সলমন খান বড় পর্দায় আর তাও দক্ষিণ ভারতীয় লুকে ৷ দারুণ ৷" আবার কেউ লিখেছেন, 'অবশেষে টাইগার এবং পাঠান একসঙ্গে (Kisi Ka Bhai Kisi Ki Jaan teaser twitter reacts) ৷'

সব মিলিয়ে তাঁর ফ্য়ানেদের মন তো জিতেই নিয়েছেন ভাইজান ৷ এই ছবি নানা মুনির নানা মত চলছিল আগে থেকেই ৷ এমনকী ছবির নামও বদল হয়েছে ৷ 'কভি ঈদ কভি দিওয়ালি'-র বদলে ছবির নাম রাখা হয়েছে 'কিসি কা ভাই কিসি কা জান' ৷ আগামী ঈদে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবির প্রযোজনার দায়িত্বেও রয়েছেন সলমন খান ৷ আর ছবিটি পরিচালনা করতে চলেছেন ফরহাদ সামজি ৷

আরও পড়ুন:জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে বলিউডের এই ছবিগুলি

ছবিতে সলমন শেহনাজ তো বটেই তারই সঙ্গে দেখা যাবে ভেঙ্কটেশ, পূজা হেগড়ে, জগপতি বাবু, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং, অভিমন্যু সিং এবং রাঘব জুয়ালকে ৷ প্রথমে এই ছবিতে অভিনয় করার কথা ছিল আয়ুষ শর্মারও ৷ পরে তিনি সরে দাঁড়ান ৷ তবে এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখছেন শেহনাজ ৷

ABOUT THE AUTHOR

...view details