পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kisi Ka Bhai Kisi Ki Jaan Song Teaser: ভ্যালেন্টাইনস উইকে রোম্যান্টিক মুডে সলমন-পূজা, ভাইজানের নতুন ছবির প্রথম গান রবিবার - ভ্যালেন্টাইন ডের আগেই রোম্যান্টিক মুডে সলমন পূজা

ভ্য়ালেন্টাইন ডের আগেই মুক্তি পেতে চলেছে সলমন-পূজার নতুন রোম্যান্টিক গান 'নাইয়ো লাগদা' ৷ সলমনের নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-এর এই গানটি মুক্তি পেতে চলেছে রবিবার (Kisi Ka Bhai Kisi Ki Jaan song Naiyo Lagda teaser ) ৷

Etv Bharat
ভ্য়ালেন্টাইন ডের আগেই মুক্তি পেতে চলেছে সলমন পূজার নতুন রোম্যান্টিক গান নাইয়ো লাগদা

By

Published : Feb 11, 2023, 8:07 PM IST

মুম্বই, 11 ফেব্রুয়ারি: সলমনের নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷ ইতিমধ্য়েই সলমন জানিয়েছেন ছবির কাজ শেষ করে ফেলেছেন তিনি ৷ কয়েকদিন আগেই ছবির সেট থেকে একটি মুহূর্ত শেয়ার করে একথা ঘোষণা করেছিলেন বলিউডের 'ভাইজান' ৷ এবার সামনে এল ছবির প্রথম গানের টিজার ৷ ভ্যালেন্টাইনস ডে'র ঠিক আগে আগেই মুক্তি পেতে চলেছে এই ছবির নতুন গান 'নাইয়ো লাগদা'র টিজার ৷ লাদাখের উপত্যকায় শ্যুটিং হয়েছে এই রোম্যান্টিক গানটির ৷

গানটিতে দেখা গিয়েছে সলমন এবং পূজা হেগড়ে জুটিকে ৷ তাঁদের অনস্ক্রিন রসায়ন গানটিতে একটি আলাদা মাত্রা এনেছে ৷ নির্মাতারা জানিয়েছেন দর্শকদের আর বেশি অপেক্ষা করতে হবে না পুরো গানটির জন্য় ৷ জি স্টুডিয়ো অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আগামিকাল মুক্তি পাবে এই গানটি ৷ সলমনের এই গানের সুরকার হিমেশ রেশমিয়া ৷ হিমেশের সঙ্গে ভাইজানের সম্পর্কের কথা সকলেরই জানা ৷ এর আগে বহু হিট গান উপহার দিয়েছেন তিনি সলমনের জন্য় ৷ গানের কথা লিখেছেন সাব্বির আহমেদ ৷ আর গানটিতে কণ্ঠ দিয়েছেন কমল খান এবং পলক মুছল (Kisi Ka Bhai Kisi Ki Jaan song Naiyo Lagda teaser ) ৷

গত বুধবার ভাইজান ঘোষণা করেন ছবির শ্যুটিংয়ের কাজ শেষ হয়েছে ৷ এর কিছুদিন আগেই রিলিজ করেছে ছবির টিজার ৷ যেখানে সলমনকে দেখা গিয়েছে একেবারে অ্য়াকশন মুডে ৷ ফরহাদ সমজি পরিচালিত এই ছবি অ্যাকশন এন্টারটেইনার ৷ এখানে সলমনকে যেমন দেখা যাবে মারমুখী মেজাজে তেমনই আবার তিনি চির প্রেমিক ৷ তাই এই ছবিকে সলমনোচিত বোধহয় বলাই যায় ৷ টিজারেও সেই আভাসই মিলেছে ৷

আরও পড়ুন:'প্রতারক, দ্বিতীয় সন্তানকে স্বীকার করেননি', বিস্ফোরক দাবি নওয়াজের স্ত্রীর

ভাইজান এবং পূজা হেগড়ে ছাড়াও ছবিতে অভিনয় করতে চলেছেন ভেঙ্কটেশ, জগপতি বাবু, ভূমিকা চাওলা, বিজেন্দর সিং, অভিমন্যু সিং, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, জেসসি গিল, শেহনাজ গিল, পলক তিওয়ারির মতো অভিনেতা অভিনেত্রীরা। আগামী ঈদে ছবিটি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে ৷

ABOUT THE AUTHOR

...view details