মুম্বই, 11 ফেব্রুয়ারি: সলমনের নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷ ইতিমধ্য়েই সলমন জানিয়েছেন ছবির কাজ শেষ করে ফেলেছেন তিনি ৷ কয়েকদিন আগেই ছবির সেট থেকে একটি মুহূর্ত শেয়ার করে একথা ঘোষণা করেছিলেন বলিউডের 'ভাইজান' ৷ এবার সামনে এল ছবির প্রথম গানের টিজার ৷ ভ্যালেন্টাইনস ডে'র ঠিক আগে আগেই মুক্তি পেতে চলেছে এই ছবির নতুন গান 'নাইয়ো লাগদা'র টিজার ৷ লাদাখের উপত্যকায় শ্যুটিং হয়েছে এই রোম্যান্টিক গানটির ৷
গানটিতে দেখা গিয়েছে সলমন এবং পূজা হেগড়ে জুটিকে ৷ তাঁদের অনস্ক্রিন রসায়ন গানটিতে একটি আলাদা মাত্রা এনেছে ৷ নির্মাতারা জানিয়েছেন দর্শকদের আর বেশি অপেক্ষা করতে হবে না পুরো গানটির জন্য় ৷ জি স্টুডিয়ো অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আগামিকাল মুক্তি পাবে এই গানটি ৷ সলমনের এই গানের সুরকার হিমেশ রেশমিয়া ৷ হিমেশের সঙ্গে ভাইজানের সম্পর্কের কথা সকলেরই জানা ৷ এর আগে বহু হিট গান উপহার দিয়েছেন তিনি সলমনের জন্য় ৷ গানের কথা লিখেছেন সাব্বির আহমেদ ৷ আর গানটিতে কণ্ঠ দিয়েছেন কমল খান এবং পলক মুছল (Kisi Ka Bhai Kisi Ki Jaan song Naiyo Lagda teaser ) ৷