হায়দরাবাদ, 21 মার্চ: মুক্তি পেল সলমন খান অভিনীত আসন্ন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-এর নতুন রোম্যান্টিক গান 'জি রহে থে হাম' ৷ অভিনেতা সোশাল মিডিয়ায় বুধবার শেয়ার করেছেন এই গানটির লিংক ৷ ভিডিয়োতে রোম্যান্টিক মুডে দেখা গিয়েছে সলমন এবং পূজা হেগড়েকে ৷ এছাড়াও ভিডিয়োতে রয়েছেন রাঘব জুয়েল, জেসসি গিল এবং সিদ্ধার্থ নিগম (Salman Khan and Pooja Hegde New Song) ৷
পূজা হেগড়ের সঙ্গে ভাইজানের রোমান্স জমে উঠেছে এই দৃশ্যে ৷ শুধু তাই নয় ফ্যানেদের জন্য় সবচেয়ে বড় খবর হল সলমন কণ্ঠও দিয়েছেন এই গানে ৷ 'জি রহে থে হাম' গানটির কথা লিখেছেন সাব্বির আহমেদ আর গানে সুর দিয়েছেন অমল মালিক ৷ অভিনেতার এই গানটি তাঁর অনুরাগীদের মনে করিয়ে দিয়েছে হ্যাংওভার গানটির কথা ৷
সলমনের এই ছবির জন্য় বহুদিন থেকেই অপেক্ষা করে রয়েছেন দর্শকরা ৷ ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে ছবির টিজার ৷ 'কিসি কা ভাই কিসি কি জান' যে অ্যাকশনে ভরপুর এবং রোম্যান্সের মশলায় সাজানো হতে চলেছে তার ইঙ্গিত মিলেছিল টিজারেই ৷ আর এবার এই রোম্যান্টিক গানই বলে দিল প্রেমের মশলার কোনও অভাব থাকবে না ছবিতে ৷ সলমনের লম্বা চুলের নতুন লুক মনে করিয়ে দিয়েছে 'তেরে নাম' ছবির কথা ৷ এর আগে বেশ জনপ্রিয়তা পেয়েছিল এই ছবির প্রথম দু'টি গান 'নাইয়ো লাগদা' এবং 'বিল্লি বিল্লি' ৷
তারকায় ভরপুর এই ছবিটি যে বিনোদনে হতে চলেছে এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ সলমন খান ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ভেঙ্কটেশ, পূজা হেগড়ে, জগপতি বাবু, ভূমিকা চাওলা, বিজেন্দর সিং, অভিমন্যু সিং, রাঘব জুয়েল, সিদ্ধার্থ নিগম, জেসসি গিল, শেহনাজ গিল এবং পলক তিওয়ারির মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ঈদে ৷ এই ছবিতে সলমন কীভাবে তাঁর ভক্তদের মন জয় করে নেন সেটাই এখন দেখার ৷
আরও পড়ুন:মেয়ের আরহার যোগাভ্যাসে মুগ্ধ আল্লু অর্জুন