পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kisi Ka Bhai Kisi Ki Jaan Day 2: ঈদে ভালো ব্যবসা, 2 দিনে 40 কোটি আয় করল সলমনের ছবি - কিসি কা ভাই কিসি কি জান

বলিউড সুপারস্টার সলমন খানের সর্বশেষ ঈদের উপহার কিসি কা ভাই কিসি কি জান ৷ মুক্তির দ্বিতীয় দিনে দারুণ ব্যবসা করে দু দিনে এই ছবি মোট 40 কোটি টাকা আয় করেছে ৷

Kisi ka Bhai Kisi ki Jaan Day 2 ETV Bharat
কিসি কা ভাই কিসি কি জান

By

Published : Apr 23, 2023, 1:45 PM IST

মুম্বই, 23 এপ্রিল: প্রথম দিনে 15.8 কোটি টাকা আয় করার পরে, ফরহাদ সামজির ছবি কিসি কা ভাই কিসি কি জান দ্বিতীয় দিনে বক্স অফিসে ভালোই ব্যবসা করল । সলমান খানের এই ফিল্ম ঈদের আগে 21 এপ্রিল মুক্তি পাওয়ার পর সমালোচকদের খুব ভালো কিছু রিভিউ পায়নি ৷ তা সত্ত্বেও প্রথম দিনে 15.81 কোটি টাকা আয় করে এই ছবি । ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, ফিল্মটি দ্বিতীয় দিনে 25 কোটি টাকা আয় করেছে ৷ দু দিনে তাদের মোট আয় প্রায় 41 কোটি টাকা ৷

শনিবার পারিবারিক এই ছবি দেখার ক্ষেত্রে সামগ্রিকভাবে 27.05% হিন্দি দখল ছিল । এটা স্পষ্ট যে, ঈদে মুক্তির কারণে ছবিটির দ্বিতীয় দিনের টিকিট বিক্রিতে ইতিবাচক প্রভাব পড়েছে । তবে সলমনের আগের ঈদের সব ফিল্মের মধ্যে, কিসি কা ভাই কিসি কি জানের প্রথম দিন দ্বিতীয় সর্বনিম্ন ওপেনিং ছিল ।

2010 সালে মুক্তিপ্রাপ্ত দাবাং-এর (14.10 কোটি আয়) থেকে ভারতের প্রথম দিনের আয় (42.30 কোটি টাকা) বেশি ছিল । আমরা এখন সবাই জানি যে, দাবাং শেষ পর্যন্ত একটি হিট সিনেমা হয়ে ওঠে, যদিও ভারতের পারফর্ম্যান্স খারাপ ছিল । তাই সোমবারের গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে সলমনের এ বারের ফিল্মের ভবিষ্যৎ কী হবে তা অনুমান করা কঠিন ।

কিসি কা ভাই কিসি কি জান, যা একটি পারিবারিক বিনোদনমূলক ছবি ৷ দর্শকরা রিমেক প্রত্যাখ্যান করলেও বক্স অফিসে এই ছবি দুদিনে ভালো ব্যবসা করেছে । কার্তিক আরিয়ান অভিনীত শেহজাদা এবং অক্ষয় কুমার অভিনীত সেলফির মতো রিমেক দুটি বক্স অফিসে খুব খারাপ ফল করেছে ৷ রিপোর্ট অনুসারে, সলমনের ছবিটি আসলে ভিরামের রিমেক ৷ সেই ছবিতে অভিনয় করেছিলেন অজিত, এটি একসময়ে বক্স-অফিস দারুণ হিট করে ৷

ছবিটিতে রয়েছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ দাগ্গুবাতি, ভূমিকা চাওলা, শেহনাজ গিল, পলক তিওয়ারি, রাঘব জুয়াল, ভিনালি ভাটনগর, সিদ্ধার্থ নিগম এবং জ্যাসি গিল । এই ছবি জনসাধারণের কাছ থেকে কিছুটা ইতিবাচক পর্যালোচনা পেয়েছে ৷ তবে সমালোচকরা এই ছবির দ্বারা খুব বেশি প্রভাবিত হয়েছেন বলে মনে হয় না ।

আরও পড়ুন:আমেরিকায় ফিরেই মেয়ের সঙ্গে খেলায় মাতলেন প্রিয়াঙ্কা-নিক, পোস্ট করলেন ছবি

ABOUT THE AUTHOR

...view details