পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

KKBKKJ Day 1 Box Office: বক্স অফিসে আশানুরূপ ব্যবসা পেল না ভাইজানের 'কিসি কা ভাই কিসি কি জান' - বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ভাইজানের

প্রথমদিন আশানুরূপ ব্যবসা করতে পারল না সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ এমনকী তাঁর শেষ মুক্তি পাওয়া ছবি 'ভারত'-এর প্রথমদিনের আয়ের কাছাকাছিও পৌঁছতে পারেনি এই নতুন ছবি ৷

KKBKKJ Day 1 Box Office
আশানুরূপ ফল করতে পারল না সলমনের নতুন ছবি

By

Published : Apr 22, 2023, 10:39 AM IST

Updated : Apr 22, 2023, 11:43 AM IST

হায়দারবাদ, 22 এপ্রিল:প্রায় 4 বছর পর ঈদে ফের মুক্তি পেল সলমনের নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ আর তাই এই বক্স অফিসে কেমন সাড়া ফেলে তা দেখার জন্য় মুখিয়ে ছিলেন সকলেই ৷ হ্যাঁ দুই অঙ্কের আয় দিয়েই বক্স অফিসে খাতা খুলেছে 'কিসি কা ভাই কিসি কি জান', কিন্তু সলমনের শেষ মুক্তি পাওয়া ছবি 'ভারত'-এর কাছাকাছিও পৌঁছতে পারেনি এই ছবি ৷

রিপোর্ট অনুযায়ী, সলমনের এই ছবি প্রায় 15-16 কোটি টাকা আয় করেছে প্রথম দিনে ৷ বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেছিলেন 18 থেকে 20 কোটি টাকা পর্যন্ত রোজগার করতে পারে নতুন ছবি। কিন্তু তা হল না। প্রথম দিন ভালো করতে না পারলেও ঈদ থেকে 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিটি ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার ।

এর আগে সলমনের 'ভারত' বক্স অফিসে প্রায় 42.30 কোটি টাকা দিয়ে খাতা খুলেছিল ৷ তাই সেই দিক থেকে দেখলে এই ছবি আশানুরূপ ফল করতে পারেনি ৷ স্যানকিক বলছে হিন্দি বলয়ে 'কিসি কা ভাই কিসি কি জান' অকুপেন্সি রেট ছিল মাত্র 15.33% ৷ অনেকেই ভেবেছিলেন শাহরুখ-দীপিকার 'পাঠান' এর মতোই বক্স অফিসে তুফান তুলবে 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ কিন্তু এই ছবির প্রথমদিনের আয় ততটা আশা দিতে পারল না ৷

'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে সলমন জুটি বেঁধেছেন পূজা হেগড়ের সঙ্গে ৷ তাঁদের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন বিগবস স্টার শেহনাজ গিল, ভেঙ্কটেশ, পূজা হেগড়ে, পাঞ্জাবি অভিনেতা-গায়ক জ্যাসি গিল, রাঘব জুয়াল, পলক তিওয়ারি এবং অন্যরা ৷ ছবিটির পরিচালনা করেছেন ফরহাদ সামজি ৷ রিপোর্ট বলছে প্রায় 150 কোটির বাজেটে তৈরি হয়েছে এই ছবি ৷

আরও পড়ুন: অক্টোবরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাঘব-পরিণীতি ?

Last Updated : Apr 22, 2023, 11:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details