হায়দরাবাদ, 7 মে: নতুন লুকে অনুরাগীদের চমকে দিয়েছেন অভিনেত্রী কীর্তি কুলহারি ৷ সুন্দর লম্বা চুল কেটে একদম ক্রিউ কাট ৷ যদি ভেবে থাকেন, নতুন কোনও প্রোজেক্টের জন্য কীর্তির এই অবতার, তাহলে ভুল ভাব হবে ৷ রিলস বানিয়ে একথা জানিয়েছেন খোদ 'পিঙ্ক' খ্য়াত অভিনেত্রী ৷
2010 সালে 'খিচড়ি:দ্য মুভি' দিয়ে বিটাউনে পা রেখেছিলেন অভিনেত্রী কীর্তি কুলহারি ৷ 2011 সালে 'শয়তান' ছবি তাঁকে তাঁর স্বপ্নের কাছে আরও একধাপ এগিয়ে দেয় ৷ এরপর 'পিঙ্ক', 'ইন্দু সরকা'র, 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' বা 'মিশন মঙ্গল'-র মতো ছবিতে পার্শ্বচরিত্রে নিজের অভিনয় সত্ত্বার ছাপ রেখেছেন ৷ তবে তিনি বেশি প্রচারের আলোয় এসেছেন 'ফোর মোর শটস প্লিজ' ওয়েব সিরিজের মাধ্যমে ৷ ছবির তালিকা খুব বেশি তাঁর ঝুলিতে না থাকলেও সোশাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ অভিনেত্রী ৷
সম্প্রতি একটি রিলস তিনি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে ৷ সেখানে তাঁর নয়া অবতার দেখে চমকে গিয়েছেন সকলেই ৷ এতদিন যিনি লম্বা চুল রেখেছিলেন, তাঁকে এইরকম হেয়ার কাটে দেখে অবাক হয়েছেন অনুরাগীরাও ৷ ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে কীর্তি লিখেছেন, "নতুন শেষ, নতুন শুরু ৷ একমাস আগেই এইটা করার কথা ঠিক করেছিলাম, এখন সেটা করেও ফেললাম ৷ আমি এমন এক ইন্ডাষ্ট্রিতে কাজ করি যেখানে একজন অভিনেত্রী হয়ে নিজের প্রতিবন্ধকতা ও লিমিটেশনস নিজেই ঠিক করি ৷"