পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kirti Kulhari's new look: চুল কেটে এ কী অবস্থা করেছেন অভিনেত্রী ! কীর্তির নতুন ভিডিয়ো দেখে অবাক নেটিজেনরা - কীর্তির নতুন ভিডিয়ো

সোশাল মিডিয়ায় নতুন একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী কীর্তি কুলহারি ৷ তাঁর নয়া অবতার দেখে চমকে গিয়েছেন সকলে ৷

Kirti Kulhari's new look
নয়া অবতারে অভিনেত্রী কীর্তি কুলহারি

By

Published : May 7, 2023, 10:59 PM IST

হায়দরাবাদ, 7 মে: নতুন লুকে অনুরাগীদের চমকে দিয়েছেন অভিনেত্রী কীর্তি কুলহারি ৷ সুন্দর লম্বা চুল কেটে একদম ক্রিউ কাট ৷ যদি ভেবে থাকেন, নতুন কোনও প্রোজেক্টের জন্য কীর্তির এই অবতার, তাহলে ভুল ভাব হবে ৷ রিলস বানিয়ে একথা জানিয়েছেন খোদ 'পিঙ্ক' খ্য়াত অভিনেত্রী ৷

2010 সালে 'খিচড়ি:দ্য মুভি' দিয়ে বিটাউনে পা রেখেছিলেন অভিনেত্রী কীর্তি কুলহারি ৷ 2011 সালে 'শয়তান' ছবি তাঁকে তাঁর স্বপ্নের কাছে আরও একধাপ এগিয়ে দেয় ৷ এরপর 'পিঙ্ক', 'ইন্দু সরকা'র, 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' বা 'মিশন মঙ্গল'-র মতো ছবিতে পার্শ্বচরিত্রে নিজের অভিনয় সত্ত্বার ছাপ রেখেছেন ৷ তবে তিনি বেশি প্রচারের আলোয় এসেছেন 'ফোর মোর শটস প্লিজ' ওয়েব সিরিজের মাধ্যমে ৷ ছবির তালিকা খুব বেশি তাঁর ঝুলিতে না থাকলেও সোশাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ অভিনেত্রী ৷

সম্প্রতি একটি রিলস তিনি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে ৷ সেখানে তাঁর নয়া অবতার দেখে চমকে গিয়েছেন সকলেই ৷ এতদিন যিনি লম্বা চুল রেখেছিলেন, তাঁকে এইরকম হেয়ার কাটে দেখে অবাক হয়েছেন অনুরাগীরাও ৷ ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে কীর্তি লিখেছেন, "নতুন শেষ, নতুন শুরু ৷ একমাস আগেই এইটা করার কথা ঠিক করেছিলাম, এখন সেটা করেও ফেললাম ৷ আমি এমন এক ইন্ডাষ্ট্রিতে কাজ করি যেখানে একজন অভিনেত্রী হয়ে নিজের প্রতিবন্ধকতা ও লিমিটেশনস নিজেই ঠিক করি ৷"

আরও বলুন:'শাড়িতেই নারী', নিউইয়র্কের রাস্তায় তাপসীর নতুন লুকে মজেছে নেটপাড়া

তিনি আরও বলেন, "লম্বা চুল রাখতেই হোক, নতুবা কাঁধ পর্যন্ত চুল রাখতেই হয় ৷ এটা একটা অলিখিত চুক্তির মতো ৷ সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রায় 15 বছর পর এই ইন্ডাষ্ট্রিতে থেকেই নিজের চুলের সঙ্গে এই কাজ করেছি ৷ এই কাজটা করে নিজেকে অন্যরকম লাগছে ৷ ভালো লাগছে ৷ নিজের জীবন নিজের মতো কে বাঁচার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি ৷ আর হ্যাঁ, এটা কোনও সিনেমার জন্য নয়, শুধুমাত্র নিজের জন্য ৷"

এই পোস্ট সামনে আসার পরেই অভিনেত্রীর সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা ৷ জীবনে নিজের রুল মেনে চলার জন্যও কুর্নিশ জানিয়েছেন অনেক অনুরাগী ৷ কমেন্ট সেকশনে একজন লিখেছেন, "আপনার এই সাহসী পদক্ষেপ দেখে খুশি ৷ কোনও রকম স্টেরিওটাইপ রুল না মেনে নিজের মতো করে বাঁচতে পারার সাহস আছে আপনার ৷" অপর এক অনুরাগী লিখেছেন, "এই ধরণের হেয়ার কাটে আপনাকে রকিং লাগছে ৷"

ABOUT THE AUTHOR

...view details