ওয়াশিংটন, 6 অগস্ট:কিম কার্দাাশিয়ান এবং পিট ডেভিডসনের সম্পর্কের সূত্রপাত হয় গতবছর অক্টোবরে ৷ ন'মাস কাটতে না কাটতেই এল বিচ্ছেদের মরশুম ৷ মিডিয়া রিপোর্ট বলছে, এই সপ্তাহেই দু'টি দিকে বেঁকে গিয়েছে তাঁদের দু'জনের পথ ৷ ঘনিষ্ট সূত্র বলছে, তাঁদের বিচ্ছেদের কারণ নাকি দু'জনের ব্যস্ত টাইম টেবিল ৷ ঘড়ির পিছনে ছুটতে গিয়েই শেষ হয়েছে তাঁদের সম্পর্ক (Kim Kardashian Pete Davidson breakup)৷
এই পাওয়ার কাপেলের ঘনিষ্ঠ একটি সূত্র একটি ওয়েবলয়েডকে জানিয়েছে, "তাঁদের বিচ্ছেদের একটি কারণ হল ব্যস্ত সময়সূচী ৷ তাঁদের দু'জনকেই সারাক্ষণ ভ্রমণ করতে হয় তাই এটা সামলানো খুবই কঠিন ছিল ৷" গত অক্টোবরে যখন 'স্যাটারডে নাইট লাইভ' হোস্ট করছিলেন কিম কার্দাশিয়ান তখনই পিটের সঙ্গে তাঁর সম্পর্কের গল্প বেশি করে সামনে আসে ৷ পিট ছিলেন এই কমেডি সিরিজের একজন কাস্ট ৷ এই শোয়ে অনস্ক্রিন পিটকে চুম্বনও করেছিলেন কিম ৷ সেই মাসের শেষের দিকেই ক্যালিফোর্নিয়ার বুয়েনা পার্কের নটস বেরি ফার্ম থিম পার্কে হাত ধরে ঘুরতে দেখা যায় এই কপোত-কপোতীকে ৷ আর সেখান থেকেই আরও বেশি হাওয়া পেতে শুরু করে তাঁদের রোম্যান্সের গল্প ৷