কলকাতা, 15 ডিসেম্বর:বাংলার জামাইবাবুকে ফের স্বমহিমায় পেল কলকাতা ৷ কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করে নিজের পছন্দের শহরে আবেগে ভাসলেন অমিতাভ বচ্চন (Amitabh in KIFF 2022)৷ চলচ্চিত্র নিয়ে তাঁর তথ্যনির্ভর সবিস্তার বক্তৃতায় আরও সমৃদ্ধ হল কলকাতা চলচ্চিত্র উৎসবের আসর (Amitabh Bachchan)৷
বৃহস্পতিবার প্রদীপ জ্বেলে 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন অমিতাভ বচ্চন ৷ মঞ্চে বক্তব্য রাখতে উঠে তিনি কথা বলা শুরু করেন বাংলা ভাষায় ৷ স্পষ্ট উচ্চারণে তিনি বলেন, "মমতাদিদি আপনাকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য ৷ কলকাতাকে জানাই অনেক ধন্যবাদ ৷ আপনাদের জামাইবাবু চিরকাল আপনাদের জামাইবাবু থাকবে ৷ আমাকে প্রথম কাজ, জয়াকে প্রথম ছবি দেওয়ার জন্য কলকাতাকে কুর্নিশ জানাই ৷ বাংলা একটা স্পেশাল জায়গা আছে আমার কাছে ৷"