পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kiff 2022: রাজ্যে হবে সিনে মিউজিয়াম, চলচ্চিত্র উৎসবে ঘোষণা মমতার

রাজ্যে সিনে মিউজিয়াম (Cine museum in Bengal) তৈরি করছে সরকার ৷ 27তম 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ (Kiff 2022) এ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee at Kolkata international film festival)৷

Kiff 2022: Govt to set up Cine museum for preserving history of Bengali cinema, announces Mamata Banerjee
রাজ্যে হবে সিনে মিউজিয়াম, চলচ্চিত্র উৎসবে ঘোষণা মমতার

By

Published : Apr 26, 2022, 9:09 AM IST

কলকাতা, 26 এপ্রিল:শুরু হয়েছে 27তম 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' (Kiff 2022)। উদ্বোধনে বসে চাঁদের হাট । রাজ্যে সিনে মিউজিয়াম (Cine museum in Bengal) গড়ে তোলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee at Kolkata international film festival)৷

শুরু হল সিনেমা উৎসব । সিনেপ্রেমীদের ভিড়েই ব্যস্ততা শুরু শহরে (history of Bengali cinema)৷ সোমবার নজরুল মঞ্চে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জুন মালিয়া, ইন্দ্রাণী হালদার, গৌতম ঘোষ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, সন্দীপ রায়, মাধবী মুখোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, হরনাথ চক্রবর্তী, দেব, সুদেষ্ণা রায়, অরিন্দম শীল, কোয়েল মল্লিক, সায়নী ঘোষ, মমতা শঙ্কর, বাবুল সুপ্রিয়, অজয় চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে ।

আরও পড়ুন:KIFF 2022 : বাংলা সিনেমার জন্য শত্রুঘ্নকে বিশেষ দায়িত্ব, বাণিজ্য সম্মেলনেও অংশ নেবে টলিউড

উদ্বোধনী অনুষ্ঠানে সন্দীপ রায় বলেন, সত্যজিত রায়ের নানা সৃষ্টিকে আবারও দর্শকের সামনে নিয়ে আসার জন্য তিনি এবং রায় পরিবার উৎসব কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "টেকনিশিয়ন্স স্টুডিয়োকে সরকারি সাহায্য দিয়ে নতুন করে তৈরি করা গিয়েছে । এ বার থেকে চলচ্চিত্র শতবর্ষ ভবনে নিয়মিত ছবি দেখানো হবে । এ ছাড়াও আগামী বছর থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সিনেমা ও টেলিভিশন জগতের প্রতিনিধিদের ডাকা হবে ।" রাজ্যে একটি সিনে মিউজিয়াম গড়ে তোলা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী ।

উৎসবের উদ্বোধনে

গুপী বাঘা সেজে এ দিন মঞ্চে হাজির হন সাহেব চট্টোপাধ্যায় এবং বিশ্বনাথ বসু । বাংলার সংস্কৃতিকে নাচ-গানের মাধ্যমে মঞ্চস্থ করেন দিতিপ্রিয়া রায়, মনামী ঘোষ, ওম, রিজওয়ান শেখ রব্বানি, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা ।

আরও পড়ুন :মানিক দা-র ছবিতে অভিনয় করা হল না, চলচ্চিত্র উৎসবের মঞ্চে আক্ষেপ শত্রুঘ্নর

26 এপ্রিল নন্দন-1-এ দেখানো হবে সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী'।

ABOUT THE AUTHOR

...view details