কলকাতা, 26 এপ্রিল:শুরু হয়েছে 27তম 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' (Kiff 2022)। উদ্বোধনে বসে চাঁদের হাট । রাজ্যে সিনে মিউজিয়াম (Cine museum in Bengal) গড়ে তোলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee at Kolkata international film festival)৷
শুরু হল সিনেমা উৎসব । সিনেপ্রেমীদের ভিড়েই ব্যস্ততা শুরু শহরে (history of Bengali cinema)৷ সোমবার নজরুল মঞ্চে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জুন মালিয়া, ইন্দ্রাণী হালদার, গৌতম ঘোষ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, সন্দীপ রায়, মাধবী মুখোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, হরনাথ চক্রবর্তী, দেব, সুদেষ্ণা রায়, অরিন্দম শীল, কোয়েল মল্লিক, সায়নী ঘোষ, মমতা শঙ্কর, বাবুল সুপ্রিয়, অজয় চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে ।
আরও পড়ুন:KIFF 2022 : বাংলা সিনেমার জন্য শত্রুঘ্নকে বিশেষ দায়িত্ব, বাণিজ্য সম্মেলনেও অংশ নেবে টলিউড