মুম্বই, 22 ফেব্রুয়ারি: রাজস্থানের সূর্যগড় প্রাসাদে গত 7 ফেব্রুয়ারি পরিবার, আত্মীয় ও বন্ধুদের নিয়ে বিয়ে পর্ব সেরেছন সিদ্ধার্থ-কিয়ারা। এর আগে বিয়ে, রিসেপশন, গায়ে হলুদের ছবিগুলি নেটমাধ্যমে শেয়ার করেছিলেন সিড-কিয়ারা ৷ আর এবার প্রাক-বিবাহ অনুষ্ঠান এবং সঙ্গীতানুষ্ঠানের ছবি শেয়ার করলেন দম্পতি (Kiara Sidharth Shares Their New Pictures), যেখানে তুমুল নাচে মত্ত দু'জনে ৷
এর আগে ভ্যালেন্টাইনস ডে-তে, কিয়ারা এবং সিদ্ধার্থ তাঁদের প্রাক-বিবাহ পর্বের একটি ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশন দিয়ে লেখেন, "প্যায়ার কা রং চড়া হ্যায় (এটি ভালোবাসার রঙ)।" সেই ছবিতে দম্পতিকে দেখা গিয়েছিল হলুদ পোশাকে ৷ মঙ্গলবার ছবিগুলি শেয়ার করার সঙ্গে সঙ্গে তাঁদের অগণিত ভক্তকুল কমেন্টে ভরিয়ে দিয়েছেন ৷ সকলেই সিড-কিয়ারার লুককে প্রশংসায় ভরিয়েছেন ৷ তবে এটি ঠিক কোন অনুষ্ঠানের ছবি, সিড বা কিয়ারার কেউই তা উল্লেখ করেননি ৷ তাঁদের পোশাক, নাচ ও ক্যাপশান দেখে ধরে নেওয়া হয়েছে এটি তাঁদের প্রি-ওয়েডিং কোনও অনুষ্ঠান পর্ব ৷