মুম্বই, 23 ফেব্রুয়ারি: মায়ের জন্মদিন নিয়ে আবেগঘন পোস্ট করলেন অভিনেত্রী কিয়ারা আদবানি ৷ মায়ের সঙ্গে বেশকিছু সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে বৃহস্পতিবার একটি মন ছুঁয়ে যাওয়া নোটও লিখলেন তিনি ৷ কয়েকদিন আগেই সাত পাকে বাঁধা সিদ্ধার্থ ও কিয়ারা ৷ মায়ের জন্মদিন উপলক্ষেও তাঁদের বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করলেন অভিনেত্রী ৷ তাতে কিয়ারা ক্য়ামেরায় ধরা দিয়েছেন তাঁর মা জেনেভিভ আদবানির সঙ্গে ৷
প্রথম ছবিতে দেখা গিয়েছে মা ও মেয়ে দু'জনেই সেজেছেন গোলাপি লেহেঙ্গায় ৷ দ্বিতীয় ছবিতে তাঁদের সঙ্গে রয়েছেন কিয়ারার ভাই মিশালও ৷ তৃতীয় ছবিতে পুরো পরিবারের সঙ্গে ফ্রেম বন্দি হয়েছেন সিডি ও কিয়ারা ৷ আরও একটি ছবিতে দেখা গিয়েছে মেয়ের গালে চুমু এঁকে দিচ্ছেন মা জেনেভিভ ৷ মায়ের সঙ্গে এই ভালোবাসার মুহূর্তগুলি শেয়ার করে কিয়ারা লিখেছেন, " মা সবসময় আমার জন্য প্রার্থনা করেন । আমার কাছে তিনি ভালোবাসা এবং যত্নের প্রতিমূর্তি । জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমায় ৷ আমি ধন্য যে আমি তোমার কন্যা ৷"