জয়সলমের, 8 ফেব্রুয়ারি: কালিরা এখন সেলেব বিবাহের একটি অন্যতম অঙ্গ ৷ হাতের এই অলংকারটির প্রতি আকর্ষণ সকলেরই ৷ আথিয়া শেটি, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ সকলেই বিয়েতে এই অলংকারটির ব্যবহার করেছেন ৷ শুধু তাই নয়, বিয়ের জন্য বিশেষ ধরনের কালিরা তৈরিরও চল রয়েছে বলি-সুন্দরীদের মধ্যে ৷ ঠিক যেমন সিদ্ধার্থর সঙ্গে তাঁর প্রেম কাহিনি ফুটে উঠল কিয়ারার হাতের কালিরায় ৷ সাধারণত, এই ধরনের গয়নায় ব্যবহার করা হয় চাঁদ, তারা, প্রজাপতির মিনিয়েচার এবং নব দম্পতির নামের আদ্যক্ষর ৷ তবে কিয়ারার কালিরায় স্মরণ করা হয়েছে সিডের প্রিয় প্রয়াত পোষ্য অস্কারকেও ৷
এই কালিরাটির পিছনে রয়েছেন ডিজাইনার মৃণালিনী চন্দ্রা ৷ মিলান থেকে কাজ শিখে আসা এই ডিজাইনার বলিউডে সুপরিচিত ৷ সেলেবদের জন্য সুন্দর এবং বিশেষ ধরনের কালিরা বানাতে তিনি বারবার মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন ৷ সিড-কিয়ারার জন্য় যে কালিরা বানানো হয়েছে তাতে রয়েছে সিদ্ধার্থর প্রিয় বেড়ানোর জায়গা রোমের কথা । এমনকী এগারো বছর বয়সে মারা যাওয়া সিডের প্রিয় পোষ্য় অস্কারের কথাও স্থান পেয়েছে সেখানে ৷