পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kiara Advani: মাইনাস 3 ডিগ্রিতে চলছে শ্যুটিং, 'সত্যপ্রেম কি কথা'র সেট থেকে ছবি শেয়ার কিয়ারার - সত্য়প্রেম কি কথার শ্যুটিং চলছে কাশ্মীরে

'সত্য়প্রেম কি কথা'র সেট থেকে ছবি শেয়ার করলেন কিয়ারা আদবাণী ৷ বরফের রাজ্যে শ্য়ুটিং সারছেন কার্তিক-কিয়ারা ৷

Kiara Advani drops video from sets of Satyaprem ki Katha
সত্য়প্রেম কি কথার শ্যুটিং চলছে কাশ্মীরে সেট থেকে ছবি শেয়ার করলেন কিয়ারা

By

Published : Apr 5, 2023, 4:35 PM IST

Updated : Apr 5, 2023, 5:15 PM IST

জম্মু ও কাশ্মীর, 5 এপ্রিল: সোশাল মিডিয়ায় ঝলমলে ছবি, রঙিন লাইফস্টাইল দেখে অনেকেরই মনে হতে পারে অভিনেতা-অভিনেত্রীরা কতো সহজ জীবন কাটান ৷ ব্যাপারটা কিন্তু মোটেই তেমন নয় । কখনও কখনও শ্য়ুটিংয়ের জেরে অনেক ভয়ংকর পরিবশেও কাজ করতে হয় তাঁদের ৷ ঠিক যেমন কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর নতুন ছবির জন্য় এই মুহূর্তে কাশ্মীরে বরফের রাজ্যে সময় কাটাচ্ছেন নায়িকা কিয়ারা আদবাণী ৷ নায়িকা এদিন শেয়ার করেছেন তাঁর শ্যুটিং লোকেশনের একটি ঝলক ৷

চারদিকে তুষারে ঘেরা এই রাজ্যে তাপমাত্রা এই মুহূর্তে -3 ডিগ্রি সেলসিয়াস ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে এই লোকেশনের ভিডিয়ো শেয়ার করে কিয়ারা লিখেছেন, "রোলিংয়ের জন্য় তৈরি" ৷ কার্তিক আরিয়ানের সঙ্গে এর আগে 'ভুল ভুলাইয়া 2' ছবিতে জুটি বেঁধেছিলেন কিয়ারা ৷ সেই ছবি ছিল বক্স অফিসে দুরন্ত হিট ৷ আর এবার ফের আরেকবার তাঁদের নতুন ছবি 'সত্য়প্রেম কি কথা'র শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এই তারকা জুটি ৷

রিপোর্ট বলছে কার্তিক-কিয়ারা বেশ কয়েকদিন আগেই উপত্য়কায় পৌঁছন ৷ আর এখন তাঁরা দু'জনেই শেষদিকের শ্য়ুটিংয়ের কাজ সারছেন ৷ জানা গিয়েছে এর আগে প্রায় এক সপ্তাহ ধরে উপত্য়কায় একটি রোম্যান্টিক গানের শ্য়ুটিং সেরেছেন এই জুটি ৷ এই মারাত্মক ঠাণ্ডার মধ্য়ে এই কাজ যে কতটা কঠিন তা বলাই বাহুল্য ৷

কিয়ারার আগামী কাজের কথা বলতে গেলে, আগামী দক্ষিণী স্টার রাম চরণের সঙ্গেও জুটি বাঁধতে চলেছেন তিনি ৷ রাম চরণের এই আসন্ন প্রজেক্টের নাম আগে ছিল 'আরসি 15' ৷ তবে ইতিমধ্যেই ছবির আসল নাম সামনে এসেছে তা হল 'গেম চেঞ্জার' ৷ অস্কারের অনুষ্ঠান সেরে রাম চরণ ফেরার পর সম্প্রতি এই ছবির একটি গানের শ্য়ুটিংও সেরে ফেলেছেন নির্মাতারা ৷ তেলুগু, হিন্দি এবং তামিল ভাষায় এই বছরই মুক্তি পেতে চলেছে এই ছবিটি ৷

আরও পড়ুন :মায়ের ইচ্ছে ছিল অনির্বাণদার সঙ্গে কাজ করি: সম্পূর্ণা মণ্ডল

Last Updated : Apr 5, 2023, 5:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details