জম্মু ও কাশ্মীর, 5 এপ্রিল: সোশাল মিডিয়ায় ঝলমলে ছবি, রঙিন লাইফস্টাইল দেখে অনেকেরই মনে হতে পারে অভিনেতা-অভিনেত্রীরা কতো সহজ জীবন কাটান ৷ ব্যাপারটা কিন্তু মোটেই তেমন নয় । কখনও কখনও শ্য়ুটিংয়ের জেরে অনেক ভয়ংকর পরিবশেও কাজ করতে হয় তাঁদের ৷ ঠিক যেমন কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর নতুন ছবির জন্য় এই মুহূর্তে কাশ্মীরে বরফের রাজ্যে সময় কাটাচ্ছেন নায়িকা কিয়ারা আদবাণী ৷ নায়িকা এদিন শেয়ার করেছেন তাঁর শ্যুটিং লোকেশনের একটি ঝলক ৷
চারদিকে তুষারে ঘেরা এই রাজ্যে তাপমাত্রা এই মুহূর্তে -3 ডিগ্রি সেলসিয়াস ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে এই লোকেশনের ভিডিয়ো শেয়ার করে কিয়ারা লিখেছেন, "রোলিংয়ের জন্য় তৈরি" ৷ কার্তিক আরিয়ানের সঙ্গে এর আগে 'ভুল ভুলাইয়া 2' ছবিতে জুটি বেঁধেছিলেন কিয়ারা ৷ সেই ছবি ছিল বক্স অফিসে দুরন্ত হিট ৷ আর এবার ফের আরেকবার তাঁদের নতুন ছবি 'সত্য়প্রেম কি কথা'র শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এই তারকা জুটি ৷